ঠিক একমাস আগে বহু অপেক্ষার পর মুক্তি পায় অতি উত্তম। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি। মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে দারুণ ভালো সফল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি। এই প্রথমবার কꦏোনও অভিনেতার মৃত্যুর প্রায় ৪৪ বছর প𒆙র তাঁকে এভাবে পর্দায় ফিরিয়ে আনা হল। শুধু তাই নয়, সেই ছবির তিনিই অন্যতম মুখ্য চরিত্র। ফলে বিষয়টা যে খুব একটা সহজ ছিল সেটা নয়। কিন্তু কীভাবে তৈরি হয়েছে অতি উত্তম?
কীভাবে তৈরি করা হয়েছে অতি উত্তম?
উত্তম কুমারের বিভিন্ন ছবির ক্লিপ কেটে কেটে বানানো হয়েছে অতি উত্তম। শ্যুটিংয়ের সময় তিনি ছিলেন না। কিন্তু শ্যুটিংয়ের প্রায় সঙ্গে সঙ🐻্গেই কীভাবে মহানায়ককে সেই দৃশ্যে আনা হয়েছে সেটাই তুলে ধরলেন সৃজিত।
আরও পড়ুন: প্রকাশ্যে সৌরসেনীর বডি শেমিং করলেন সৃজিত? সতর্ক করে ক🌊েন বললেন, ‘আর দুমাস সময় আছে তার মধ্যেই...’
একই সঙ্গে জানান শ্যুট চলাকালীন কীভাবে তাঁরা সমস্ত চরিত্রদের চলাচল, হামসকলদ🌜ের কাজ, ইত্যাদি ঠিক করেছেন ভিএফএক্সের সাহায্ꦜযে।
এদিন এই দুটো ছবি পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'অতি উত্তম ছবির শ্যুটিংয়ের সময় এটাই ছিল আমাদের মনিটর কনসোল। লেন্সিং, ক্যামেরা মুভমেন্ট, চরিত্রদের চলাচল, ইত্যাদি একই সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে ভিএফএক্সে মনিটর আর ক্যামেরা মনিটরের সাহায্যে। সেখানে আবার একই সঙ্গে উত্তম কুমার যে দৃশ্যে আছেন বা নেই তবে পুরনো ছবির ক্লিপ কে❀টে সেগুলোকে সুপার ইমপোজ করা হয়েছে।'
অতি উত্তম প্রসঙ্গে
অতি উত্তম ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, উত্তম 💖কুমার, গৌরব চট্টোপাধ্যায়, প্রমুখ। এই ছবিটি উত্তম কুমারের পুরনো ছবির ক্লিপ কেটে কেটে বানানো হয়েছে। ফলে এটা বানাতে যে দারুণ চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এবং কঠিন পরিশ্রম করতে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'সিনেমার কেরিয়ার শেষ, তাই এখন...' লাগাতার আক্রমণের শিকা♏র হয়ে হিরণকে একহাতꦍ নিলেন দেব
আরও পড়ুন: আদিবাসীদের সঙ্গে মিশতে তাঁদেরই পোশাক পরে গেলেন দেব! কটাক্ষ করে হিরণ বললেন,🦋 ' অভিনেতা তো তাই...'
সৃজিতের অন্যান্য কাজ
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিটির প্রথম শিডিউল হয়ে গিয়েছে। এখানে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ থাকবেন। পুজোর সময় মুক্তি পাবে ছবিটি। এছাড়া তিনি সদ্যই ভূস্বর্গ ভয়ঙ্করের শ্যুটিং সেরে ফির🔜েছেন সেটাও হইচইতে মুক্তি পাবে এই বছরই।