৭৮ তম স্বাধীনতা দিবস গেল সদ্যই। কিন্তু মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠছে বারবার। কর্মক্ষেত্র থেকে বাড়ি, পথঘাট সর্বত্রই কখনও না কখনও হেনস্থা, নিগ্রহের শিকার হতে হয়েছে তাঁদের। আরজি কর হাসপাতালেই ৯ অগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে সেটা আর কারও জানতে বাকি নেই। আর সেই ঘটনাকে⭕ কেন্দ্র করেই এখন উত্তাল গোটা দেশ, রাজ্য। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। তবে আগামীকাল অর্থাৎ রবিবার ১৮ অগস্ট টলিউডের তরফে সমবেত ভাবে একটি মিছিল বের করা হবে নির্যাতিতা-মৃতার বিচার চেয়ে।
কী জানানো হয়েছে টলিউডের তরফে?
এদিন টলিউডের সমস্ত কলাকুশলীরা একটি ছবি শেয়ার করেন নিজ নিজ ওয়ালে। সেই পোস্টারে লেখা ছিল, 'সব অভয়ার বিচার চাই, অর্জীবকর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার।' সেখানেই জানানো হয়েছে রবিবার বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা মিলিত 𒆙হয়ে সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপা꧋তালে যাবেন। পরিবহনের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। পোস্টারের শেষে লেখা হয়েছে, 'প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মী বন্ধুদের আসতে অনুরোধ করছি।'
এই পোস্টটি সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ শেয়ার করেছেন। বাদ যাননি অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, প্রমুখ এই ছবি পোস্ট করেছেন। যদিও ইতিমধ্যেই রাত দখলের সময় হোক বা অন্যান্য সময় সাধারণ মানুষের পাশে জমায়েত মিছিলে দেখা গিয়েছে বিভিন্ন তারকা, পরিচালকদের। জানা গিয়েছে রবিবারের টলিউডের এই কর্মসূচিতে যোগ দেবেন রাজ চক্রবর্তীও। থাকবেন নাট্য জগতের ব্যক্তিত্বরা🍰ও।