গত সপ্তাহে আরজি কর হাসপা🦂তালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়༒ মহিলা চিকিৎসকের দেহ। আর সেই তিলোত্তমার হয়ে এদিন বিচার চেয়ে পথে নেমেছিল গোটা বাংলা। আর সুদূর মুম্বইয়ে বসে তাঁর হয়ে প্রতিবাদের সুর চড়ালেন আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট।
আরও পড়ুন : 'মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে...' আরজি করের তরুণী চিকিৎসকের জ𓂃ন্য মোমবাতি মিছিল, প্রতিবাদে সরব কিঞ্জল
কী বললেন আয়ুষ্মান?
আয়ুষ্মান খুরানা এদিন তাঁর নিজ ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন আরজি কর কাণ্ডে। তিনি একটি কবিতা পাঠ করলেন, এবং সেটাই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে তাঁকে একটি মেয়ের যা যা আফসোস সেগুলোকেই যেন তুলে ধরতে দেখা গেল। তিনি তাঁর বক্তব্যে বললেন, 'যদি আমি ছেলে হতাম তাহলে আমি ছিটকানি না লাগিয়ไেই ঘুমাতে পারতাম। যদি আমি ছেলে হতাম.... যদি ওই ছেলেগুলোর মধ্যেও একটু ম🔯েয়েদের কোমলতা থাকত, যদি আমি ছেলে হতাম...।'
তিনি তাঁর ভিডিয়োর শেষে আরও বলেন, 'আজ আমি যদি ছেলে হতাম তাহলে আমি বেঁচে থাকতাম।' তাঁর এই প্রতিবাদ মন কেড়েছ🗹ে নেটিজেনদের। মুহূর্তে ভাইরাল হꦗয়ে যায় ভিডিয়ো।
কী লিখেছেন আলিয়া ভাট?
আলিয়া এদিন তাঁর পোস্টে একাধিক ছবি শেয়ার করেন। সেখানে তিনি প্রতিবাদ জানান 'তিলোত্তমা'র হয়ে। তিনি তাঁর প্রথম পোস্টে লেখেন, 'আবার♍ও একটি পাশবিক ধর্ষণ। আবারও একটা দিন মনে করিয়ে দিল মেয়েরা নিরাপদ নয়। নির্ভয়া কাণ্ড ঘটে যাওয়ার দশ বছর পরেও যে কিছু ꦉবদলায়নি সেটা আবার বুঝিয়ে দিল ওরা।'
তিনি এদিন একটি পরিসংখ্যান দেন যে মেডিকো হিসেবে কত মহিলা দেশে কাজ করছেন, প্রশ্ন তোলেন তাঁরা এবং অন্যান্য মহিলারা কেন নিরাপদ নয় তাঁদের♔ কাজের জায়গায়, পথে ঘাটে। একই সঙ্গে নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথাও বলেন ‘গাঙ্গুবাই’।
আরও পড়ুন : ꦇ'সিপিএম-তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায়🥂 কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
আরও পড়ুন : 'নিরাপত্তা কোথায়? সহ্যꦐ শক্তি তলানিতে ঠেকেছে...' আরজি করের চিকিৎস🌠কের মৃত্যুতে ক্ষোভ উগরালেন সিধু-কমলেশ্বর
কী ঘটেছে ১৪ অগস্ট?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিജৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাং💟লার বিভিন্ন প্রান্তে 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।