সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর বর্তমানে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সত্যি বলে সত্যি কিছু নেইও রয়েছে এই তালিকায়। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি টেক্কা। বক্🌜স অফিসে দারুণ সফল সেই ছবি। এমন অবস্থায় জানা গেল পরিচালকের নতুন ছবির কথা। ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেল নাটক ভিত্তি করে বানানো হবে এই ছবিটি।
কী জানা গেল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন নাটক প্রসঙ্গে?
ব্রাত্য বসু লেখা উইঙ্কেল টুইঙ্কেল নাটকট🌳ি দারুণ জনপ্রিয়। প্রশংসিতও বটে। এবার সেই নাটককে বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও ২০২৩ 🎉সালের মাঝামাঝি এই খবর জানা গিয়েছিল। এবার সেটাই বাস্তবায়নের পথে এগোচ্ছে। যদিও বাংলায় নাটক থেকে ছবি করার চল এই প্রথম নয়।
ব্রাত্য বসুর লেখা এই পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার নাটকটির দুই মুখ্য চরিত্র হল সব্যসাচী এবং তাঁর ছেলে ইন্দ্র। সব্যসাচী 🌳হল এক বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় সবার উপরে তাঁর নাম। মাঝে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। তখন তার ছেলে ইন্দ্র তার বিপরীত দলের সমর্থক। এমন অবস্থায় কী হয় সেটা নিয়েই নাটক।
দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে মঞ্চে সব্যসাচীর চরিত্রে অভিনয় করেন দেবশঙ্কর হালদার, অন্যদিকে ইন্দ্রর চরিত্রে থাকেন রজতাভ দত্ত। এবার জানা গেল পর্দায় দেবশঙ্কর হালদারের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আর তার ছেলের চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। প্রসঙ্গত ঋত্বিক🌞 চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় দুজনেই এর আগে একাধিক ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। ঋত্বিক চক্রবর্তী ভিঞ্চি দা এবং সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে কাজ করেছেন। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় সৃজিতের বাইশে শ্রাবণ, দ্বিতীয় পুরুষ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। গুঞ্জন অনুযায়ী যদি এই ছবিতে তাঁদের ফের একসঙ্গে দেখা যায় তাহলে যে বিষয়টা জমে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।