বলিউডে এখন যেন কেবলই বায়োপিকের রমরমা। সদ্যই মুক্তি পেয়েছে দৃষ্টিশক্তিহীন উদ্যোগপতি শ্রীকান্ত বোল༒্লার জীবনী ওরফে বায়োপিক শ্রীকান্ত। মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও। গত ১০ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবিটি। তিন দিনে মোট𓄧 কত কোটি আয় করল এটি ভারতীয় বক্স অফিসে?
শ্রীকান্ত ছবিটির বক্স অফিস কালেকশন
জানা গিয়েছে মাত্র তিন দিনে বক্স অফিসে শ্রীকান্ত ছবিটি ১১ কোটির কিছু বেশি টাকা আয় করেছে। সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে মুক্তির দিন অর্থাৎ ১০ মে শ্রীকান্ত ছবিটি বক্🐲স অফিসে ২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে।
দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪ কোটি ২০ লাখ টাকায়। রবিবার সেই আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। তৃতীয় দিনে এ🅠ই ছবিটি বক্স অফিসে ৫ 🀅কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। ফলে প্রথম তিন দিনে ভারতীয় বক্স অফিসে এই ছবিটি ১১ কোটি ৯৫ লাখ টাকা আয় করেছে। তৃতীয় দিনে ২৫.৫৯ শতাংশ অকুপেন্সি ছিল এই ছবিটির।
আরও পড়ুন: 🦋ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, কার কাছে কই মনের কথায় শিমুলের জীবনে আসছে কোন ন🌸তুন মোড়?
শ্রীকান্ত ছবিটি প্রসঙ্গে
শ্রীকান্ত ছবিটিতে রাজকুমার রাও ছাড়াও থাকবেন জ্যোতিকা, আলায়া এফ, শরদ কেলকার, প্রমুখ। ৫ এপ্রিল এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজকুমার রাওয়ের এই ছবিটি আগামী ১০ মে মুক্তি পেয়েছে। কিন্তু কে এই শ্রীকান্ত? শ্রীকান্ত বোল্লা হলেন একজন ভারতীয় উদ্যোগপতি। তিনি বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেছেন। কৃষক পরিবারে জন্মান্ধ হয়ে জন্মিয়েও সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন 🧸তিনি। তৈরি করেছেন তাঁর এই বিরাট সাম্রাজ্য। তাঁর এই সংস্থা পরিবেশবান্ধব জিনিস উৎপাদন করে থাকে। একই সঙ্গে বিভিন্ন রকমের বিশেষ ভাবে সক্ষম মানুষদের সাহায্য করে থাকে।