শাহরুখ-অজয় তো আগ✤ে থেকেই ছিলেন। তবে বিমল কেশরী ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিলেন অক্ষয়। এদিকে ‘বড়ে মিয়াঁ’ বিদায় জানালেও প্রস্তাব ফেরাননি ‘ছোটে মিয়াঁ’। অর্থাৎ বিমল কেশরীর ইলাইচির বিজ্ঞাপনে অক্ষয়ের জায়গায় এবার বেছে নেওয়া হয়েছে টাইগার শ্রফকে।
ইতিমধ্যে꧑ই বিমল কেশরী ব্র্যান্ডের ইলাইচির বিজ্ঞাপনের শ্যুটিং হয়ে গিয়েছে। সম্প্রতি IPL ম্যাচ চলাকালীন নতুন বিজ্ঞাপনটি সম্প্রচারিত হয়।
বিজ্ঞাপনটিতে অজয় ও শাহরুখকে একটা হুডখোলা গ𒀰াড়িতে যেতে দেখা যাচ্ছে। যেটি কিনা যানজটে ফেঁসে রয়েছে। আর তখনই ইলাইচির প্যাকেট খোলেন অজয়। সেই গন্ধে মুগ্ধ হতে দেখা যায় এক তরুণীকে। ঘটনাস্থলে দেখা মেলে টাইগারের। এরই মাঝে অজয়-শাহরুখকে দেখে তাঁদের দিকে কেশর ছুড়ে মারতে দেখা যায় টাইগারকে। শাহরুখও পাল্টা কেশর ছোড়েন, সেটি গিয়ে লাগে বাইকে থাকা অ্যামাইরা দস্তুরের হেলমেটে। ভুল বুঝে শাহরুখ জিভ কাটেন। এরপর অ্যামাইরাও সেটি ছুড়ে দেন। যেটি আবার দেওয়ালে টাঙানো অজয়ের ছবিতে লাগে। এভাবেই তিনজনকে মজা করতে দেখা যায়। সবশেষে টাইগারও এসে অজয়-শাহরুখের জিপে চড়ে বসেন। ব্যাকগ্রাউন্ডে শাহরুখের ভয়েসওভারে শোনা যায়, ‘হরপল বানাও কেশরী তিওহার।’
'বিমল ইলাইচি'র ইউটিউব থেকে শুরু করে টুইটারেও উঠে এসেছে নতুন বিজ্ঞাপনটি। সেখাꦦনেও বহু নেটিজেনকে বিজ্ঞাপনটি নিয়ে কমেন্ট করতে দেখা গিয়েছে। অনেকেই সেখানে লিখেছেন, ‘অক্ষয় গেলেন, টাইগার এলেন।’ কারোর মন্তব্য, ‘বড়ে মিয়াঁর বিদায়, ছোটে মিয়াঁ হাজির।’
প্রসঙ্গত এর আগে বিমল কেশরী ব্র্যান্ডের ইলাইচির বিজ্ঞাপন করার জন্য তীব্র ট্রোলের মুখে পড়তে হয় অক্ষয়কে। প্রসঙ্গত অক্ষয় অভিনীত বিজ্ঞাপনটিও ইলাইচির ছিব ঠিকই এই ব্র্যান্ডটি মূলত তামাক ব্র্যান্ড। আর তাতেই অনেকে প্রশ্ন তোলেন, অক্ষয় কুমারের মতো একজন দেশ প্রেমিক, সমাজ সচেতন, নৈতিকভাবে দায়িত্বশীল, ফিটনেস সচেতন মানুষ কীভাবে এধরনের বিজ্ঞাপন করতে পারেন। বেজায় বিরক্ꦐত হন অক্ষয় অনুরাগীরাও। শুরু হয় ট্রোলিং।
এই পরিস্থিতিতে গত বছরই ডিসেম্বরে ক্ষমা চেয়ে অক্ষয় X (টুইটার)এ লেখেন, ‘আমি দুঃখিত, আমি আপনাদের কাছে, আম🔯ার সমস্ত অনুরাগী এবং শুভাক𓆉াঙ্খীদের কাছে ক্ষমা চাইতে চাই। গত কয়েকদিন ধরে আপনাদেরর প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত হয়ছি। যদিও আমি তা করিনি। আমি তামাককে সমর্থন করব না, বিমল ইলাইচির সঙ্গে আমার সমস্ত সংযোগ ও অনুভূতির সম্মান করি। তবে আমি সমস্ত বিনয়ের সঙ্গে পিছিয়ে আসছি।’