সর্বকালীন আয়ের নিরিখে আমির, সলমনদের ছবিকে পিছনে ফেলে তিন নম্বরে আগেই উঠে এসেছিল রাজামৌলির ‘আরআরআ’। আরও পালক যুক্ত টিম ‘RRR’-এর মুকুটে। ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে বিরল নজির করল এই দক্ষিণী ছবি। করোনা কাঁটা'কে তুড়ি মেরে ওড়িয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি টাকার টিকিট বিক্রির নজির গড়ল এই ছবি । পরিসংখ্যান বলছ, ‘আরআরআর’-এর আগে একমাত্র রাজামৌলিরই অপর ছবি ‘বাহুবলী: দ্য কনক্লিউশন (১,৮১০ কোটি টাকা) এবং আমির খানের ‘দঙ্গল’ (২.০২৪ কোটি টাকা) বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি পার করতে পেরেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। পাশাপাশি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ। হিন্দি বলয়েও চূড়ান্ত সফল এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ শনিবার জানান, এখনও পর্যন্ত ‘আরআরআর’-এর হিন্দি ভার্সন আয় করেছে ২১৩.৫৯ কোটি টাকা। ভারতের পাশাপাশি ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতেও সফল এই ছবি।ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির এই ছবি।