ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে অনুষ্ঠিত হল কিশোর কুমার বিশেষ পর্ব। এখানে এদিন বিশেষ অতিথি হয়ে এসেছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। সেখানে এই কিংবদন্তি🔯 গায়ক তথা অভিনেতা🌠র দুটি গান গেয়ে শোনান বাংলার ছেলে শুভদীপ যা শুনে মুগ্ধ হয়ে যান শ্রেয়া, বিশালরা। নেচে ওঠেন কুমার শানু।
ইন্ডিয়ান আইডল ১৪ -তে কিশোর কুমার বিশেষ পর্ব
এদিন বাংলার ছেলে শুভদীপ দাস কিশোর কুমার বিশেষ পর্বে দুটো গান গেয়ে শোনান। একটি হল নমক হালাল ছবির সুপারহিট গান পগ ঘুংরু বাঁধ মীরা নাচি থি, আরেকটি হল শারাবি ছবির ইন্তেহা হো গয়ি। এই দুটো গান অনবদ্য কায়দায় গান শুভদীপ। তাঁর পগ ঘুংরু গানটি শুনে নেচে💖 ওঠেন বিশাল দাদলানি। বাদ যান না কুমার শানুও। অন্যদিকে মুগ্ধ শ্রেয়া ঘোষাল তাঁর তারিফ করে বলেন, 'তুমি একজন প্রকৃত রকস্টার।' এদিন শুভদীপের প্রশংসা করেন অমিত কুমারও। তারপর তিনি যখন ইন্টেহা হো গয়ি গানটি গান এবং তাতে মাতালের অভিনয় করে স্টেজে বসে পড়েন সেটা দেখে মুগ্ধ হয়ে যান সকলে, যে এভাবেও গাওয়া যায়! তাঁর গান শুনে আনন্দে হাততালি দিয়ে ওঠেন বিচারকরা।
আরও পড়ুন: মেয়ে হওয়ার পর পুরোদমে কাজ শুরুর আগে প⭕িকনিকে খোশমেজাজে শুভশ্রী-রাজ, এসেছিলেন আর কারা?
আরও পড়ুন: ঢালিউড পেরি🤡য়ে এবার টলিউডে শবনম বুবলি! সঙ্গী কৌশিক গঙ্গোপাধ্যায়-সৌরভ দাস
এদিন অমিত কুমারকে তাঁর বাবার বিষয়ে একাধিক স্মৃতিচারণ করতেও শোনা যায়। ﷽জানান তিনি নিজেকেই বিটকেল, রাগী প্রযোজক বলতেন। একসঙ্গে তিনটি, চারটে প্রজেক্ট সামলাতেন সেই সময়। তাঁর কথা প্রসঙ্গে উঠে আসে ঋষি কাপুর এবং কিশোর কুমারের সম্পর্কের কথাও।