কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশে গিয়ে গো-মাংস রান্না শিখে মহা বিপদে পড়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। নেটপাড়ায় চরম বিতর্ক, সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও এই ঘ⭕টনায় হাতজোড় করে সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন সুদীপা। যদিও তারপরও খুন, ধর্ষণের হুমকি বন্ধ হয়নি। এমনকি কিছু লোকজনের আক্রমণ থেকে ছাড় পাচ্ছে না সুদীপার ৫ বছরের ছেলে আদিদেব। আর তাতেই ভেঙে পড়েছেন সুদী🍷পা চট্টোপাধ্যায়।
এবিষয়ে কথা🃏 বলতে গিয়ে টিভি৯-কে সুদীপা বলেন, সব ভুলে তিনি ভালো থাকার চেষ্টা করছেন। তবে এই আতঙ্কের কারণেই ছেলে আদিদেবকে স্কুলে পাঠাতে পারছেন না বলে জানিয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেছেন সঞ্চালিকা। সুদীপার কথায়, ‘কিছুদিন পর হয়ত পাঠাব। তবে পুলিশ খুব সাহায্য করছে।’ পুলিশ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। তবে এই ঘটনা যে এতদূর গড়াতে পারে, তা বুঝতে পারেননি বলে জানান সুদীপা।
এমনকি গো-মাংস বিতর্কের রেশ ধরে কেউ কেউ সুদী✱পার ৫ বছরের ছেলের মৃত্যু কামনা করতেও ছাড়েননি। এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সুদীপার স্বামী, আদিদেবের বাবা অগ্নিদেব চট্টোপাধ্যায়। কেউ কেউ এক্ষেত্রে সুদীপার প্রয়াত মা-কে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েননি।
তবে কিছুদিন আগেই গো-মাংস বিতর্কে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সুদীপা। ঠিক কী কারণে ভুল হয়েছে, সেটাও বিশদে জানিয়েছিলেন। সুদীপা বলেছিলেন, ‘এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয় খারা🍌প লেগেছে কারোর কারোর। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, আবেগে আঘাত দেওয়ার জন্য। আশাকরি আগামী দিনে এটা আমি মনে রেখে, মাথায় রেখে চলব। এধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। তবে আমার না সত্যিই মাথায় আসেনি এটা হতে পারে!’