সকলেই তাঁকে রান্নাঘরের রানি বলেই জানি। সদ্যই ত🌸িনি তাঁর একটি নতুন শো নিয়ে এসেছেন। এর মধ্যেই সেই সুদীপা চট্টোপাধ্যায় কাকে কিচেন কুইন অব বেঙ্গল বলে আখ্যা দিলেন? কার জন্মবার্ষিকীতে লিখলেন মন কেমন করা পোস্ট? না, তিনি আর কেউ নন। বরং শুক্লা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ট্রলি হয়ে গেল রথ! বিদেশে অদ্ভুত কায়দায় জগন্নাথ দেবের পুজো ইমনের, দেဣখুন ভিডিয়ো
আরও পড়ুন: হৃদরোগে সব শেষ! আচমকাই স্বামীকে হারালেন ঊষা উ꧑ত্থুপ
শুক্লা মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে সুদীপা চট্টোপাধ্যায়
একটা সময় জি 👍বাংলার রান্নাঘরে সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে মাঝে মধ্যেই দেখা যেত 🅘শুক্লা মুখোপাধ্যায়কে। তাঁদের দুজনের থেকেই অনেকেই নানা রকমের রান্না বা রান্নাঘরের টিপস পেয়েছেন। এদিন সেই শুক্লা মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট লিখলেন সুদীপা চট্টোপাধ্যায়।
সুদীপা চট্টোপাধ্যায় এদিন তাঁর এবং শুক্লা মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করে লেখেন, 'আমার রান্নাবাটা আর সংসার করতে শেখার টিচারদের মধ্যে শুক্লাদি অন্যতম। তাঁর কথা ভুলি কি করে? সেই রান্নাঘর শুরু হবার প্রথম দিন- নুন আছে তো, লঙ্কা নেই, মশলা আছে তো তেল নেই, গ্যাস আছে তো ফ্রিজ নেই… তা এ হেন অবস্থায় মাথায় বিরাট একখানা ভারী খোঁপা নিয়ে, একমুখ মেকআপ নিয়ে- আমি প্রমাদ গুনছি।🅰 প্রথম এপিসোড, কী করে শুরু করবো? আমাকে কেন লোকে দেখবে, শুনবে এসব ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দেখি শুক্লাদির চিৎকার মিক্সি নেই? তাহলে মশলা বাটবো কী করে? যাহ্! কি হবে, এখন? সামনেই কারও একটা বাড়ি থেকে, শিলনোড়া জোগাড় করে আনা হলো। শুক্লাদি বসে গেলো বাটনা বাটতে, আমার দিকে চেয়ে বলল হাঁ করে দেখছিস কী? যা না সেট সাজাতে ওদের একটু সাহায্য কর না? ব্যাস! বাকিটা ইতিহাস। শুক্লাদি বেঁচে থাকলে সুদীপার সংসারের প্রথম অতিথি হিসেবে নিশ্চয়ই আসতেন। আজ দূর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন' একই সঙ্গে লেখেন, 'সৌরভ গাঙ্গুলির জন্মদিনের আড়ালে, তোমার জন্মদিন, কোনদিনও ভুলব না। ভুলতে পারবই না। যেখানেই থাকো ভালো থেকো।'
প্রসঙ্গত কিছুদিন আগে জোড়া বিতর্কে নাম জড়ায় সুদীপা চট্টোপ𝓀াধ্যায়ের। এক তিনি সদ্যই বাংলাদেশ গিয়েছিলেন একটি রান্নার শোতে অংশ নিয়েছিলেন। সেখানে তাঁর জন্য আরেক সঞ্চালিকা গর𒉰ুর মাংস রান্না করেছেন বলে অনস্ক্রিন জানালে সেটা নিয়ে জোর বিতর্ক হয়। এমনকি এই শোতেই সুদীপা জানান তাঁর বাড়িতে অতিথিরা এলে তিনি বাসী খাবার খাওয়ান। সেটা নিয়েও তাঁকে বিস্তর কটাক্ষ শুনতে হয়েছিল।