নেটফ্লিক্সে সুপার হিট হয়েছিল দ্য ইন্ডিয়ান কপিল শর্মা শো। সেখানে সুমনা 🧔চক্রবর্তীর অনুপস্থিতি ম🌌নে খটকা দিয়েছে অনেকেরই। যদিও পুরনোকে আঁকড়ে পড়ে থাকতে একেবারেই রাজি নন সুমনা, আপাতত তিনি প্রস্তুতি নিচ্ছেন রিয়েলিটি শো খতরো কে খিলাড়ি-র।
খতরো কে খিলাড়ি সম্পর্কে সুমন জানান, ‘আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। একজন অ্যাডভেঞ্চ🙈ার জাঙ্কি হওয়ার কারণে, আমি সেই ভালোলাগাকে পুনরুজ্জীবিত করার তাগিদ অনুভব করেছি।’
বেশ কিছু ধারাবাহিকের অংশ ছিলেন সুমনা। কসম সে, কস্তুরি, বড়ে অচ্ছে লগতে হ্যায়, এবং জামাই রাজার মতো শোয়ের অংশ ছিলেন। যদিও সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় কপিল শর্মার শো। যেখানে তাঁকে কপিলের স্ত্রী হিসেবে দেখানো হত। কপিল আর সুমনার মধ্যে হওয়া মস্করা উপভোগও করত দর্শকরা। তবে দ🦩েখা যায় এই শো-এর নেটফ্লিক্স ༒সংস্করণে জায়গা হয় না সুমনার।
আরও পড়ুন: অܫনন্যা বা আরিয়ꦆান, হলিউড ছবির জন্য ডাবিং শিল্পী হয়েছেন অনেকেই, জানতে চান কারা
এবারের কপিলের শো-তে ঘটা করে ফিরিয়ে আনা হয় সুনীল গ্রোভারকে। এদিকে বাদ পড়েন সুমনা। কষ্ট পেয়েছিলেন কি এমন সিদ্ধান্তে? সুমনা সাফ জানান, ‘কোনও রক্তের সম্পর্ক আছে নাকি। নাকি আমি জীবনে আর কারও সঙ্গে কোনও কাজ করব না! সত্যি বলত✃ে বর্তমানে আমি একদম আলাদা কিছু চিন্তাভাবনা নিয়ে আছি। কিছু অত্যন্ত প্রতিভাবান মানুষদের সঙ্গে। আমি মনে করি এটাই সময় মানুষের আমার অন্যরকম কিছু প্রতিভা দেখার।’
আরও পড়ুন: ‘অনেক সাফার করেছি..’, ফোনে ಌআসক্ত ছেলে! বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত পুষ্পিতার
এর আগে সুমনাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি জানি অনেকেই আমাকে মিস করেছে, আমি তাদের থেকে আসা বার্তা দেখেছি।কোথাও মানুষের সঙ্গে দেখা হলে, বাড়ি থেকে বেরোলেই প্রতিবেশীরা আমাকে বলে। ঠিক এটাই আমাকে ভিন্ন কিছু করতে অনুপ্রাণিত করে। গত বছর আমি যখন লন্ডনে ছিলাম, তখন বহু ভারতীয় আমাকে বলেছিলেন যে তাঁরা আমাকে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ দেখতেন। ভালোবাসা আসছে দেখলেই ভালো লাগে, তা সে বড় আচ্ছে লগতে হ্যায়-এর জন্য হোক, বা কমেডি নাইট🔯স।,
আরও পড়ুন: ‘অভিষেককে খিস্তি’, রেস্তোঁরার মালিককে কষিয়ে ৪টে চড় 🎐তৃণ♛মূল বিধায়ক সোহমের!
এমনকী, সুমনা অন্য অভিনেত্রীদের মত🐻ো থাকেন না সোশ্যাল মিডিয়াতেও। যা নিয়ে তাঁর মত, ‘একজন তারকাকে সবসময় দেখতে পেলে তাঁকে নিয়ে রহস্য শেষ হয়ে যায়। এদিক থেকে আমার ভাবনা একট𒉰ু ওল্ড স্কুল। আগেকার দিনে তারকাদের নিয়ে এই রহস্যটা থাকত, যখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমি সেই রহস্যের অনুভূতি বজায় রাখা বিশ্বাস করি এখনও। আমি সোশ্যাল মিডিয়ার আগের যুগকে তাই এখনও পছন্দ করি।’