দেশ নারী স্বাধীনতা, ইত্যাদি নিয়ে উত্তাল। কিন্তু 🃏সেগুলো কি সবই খাতায় কলমে? অন্তত সুনিধি চৌহানের যে ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সেটার কমেন্ট সেকশন দেখে সেটাই মনে হচ্ছে। একজন স্বাধীন মানুষের পোশাক নিয়ে ঠিক কতটা কাটাছেঁড়া সম্ভব সেটাই যেন এই কমেন্ট সেকশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
কী ঘটেছে?
সম্প্রতি দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত সালিশি সভা চলছে যেন! করা হচ্ছে কুরুচ꧂িপূর্ণ আক্রমণ।
এদিন দুর্গাপুর লাইভ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় সুনিধি চৌহানের। সেখানে দেখা যাচ্ছে তিনি কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন। সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। আর 𝔍সেটার কারণেই আক♉্রমণ শানানো হচ্ছে তাঁকে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কেউ প্যান্ট কিনে দাও ওকে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে গো!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ রে বাবা। এরপর মেয়েদের সঙ্গে অসভ্যতা হলে প্রশ্ন করবেন?'♛ বলাই বাহুল্য এই ধরনের পুরুষতান্ত্রিক সমাজের ছাপ বিশিষ্ট মন্তব্য কিন্তু অধিকাংশই মহিলারা করেছেন। আর সেটা কিন্তু নেটপাড়ার আরেক অংশের মোটেই নজর এড়ায়নি।
এই ꦕধরনের মন্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। এক ব্যক্তি লেখেন, 'যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে। আরে ভাই ট্যালেন্টের মর্যাদা দে তোরা। পপস্টার আমাদের ভারতের। শাকিরা বা ব্রিটনি স্পিয়ার্স করলে তো নাচতিস সবাই। মেন্টালিটি মাইরি আমাদের। 🌜স্যালুট।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আরে ভাই চোখ খুলে দেখুন উনি তো হট প্যান্ট পরে আছেন। আর উনি কী পরবেন আর কী নয় আপনি ঠিক করে দেবে নাকি? বিশেষ করে মহিলারা এগুলো কী ধরনের কথা লিখছেন?'