শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান। বলিউডে প্লে-ব্যাক সিঙ্গারদের মধ্যে এই দুটি নামই বেশ পরিচিত এবং জনপ্রিয়ও বটে। যদিও দুজনের গানের শৈলী এক্কেবারেই আলাদা। একসময় বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে প্রায় একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন শ্রেয়া ও সুনিধি। তবে দুজনের গানের ধরন, গায়কী আলাদা হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার কথা, একে অপরের পিছনে শত্রুতার কথা শোনা গিয়েছিল। সত্য়িই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়ে মু🌟খ খুলেছেন গায়িকা সুনিধি চৌহান।
সুনিধি চৌহান বলেন, ‘শুধু শ্রেয়া নয়, আরও অনেক গায়ক আছেন। যেমন শিল্পা রাও, শালমলী খোলগড়ে, নীতি মোহন… আমাদের একসঙ্গে দেখলে আপনাদেরকেও আমাদের দিকে শুধু তাকাতে হবে।আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভা💞লোব✱াসার জন্যই এসেছি।’
আরও পড়ুন-অস্ত্রোপচার সফল, বাড়༒িও ফিরেছেন, এখন কেমন আছেন স্বস্ꦛতিকা মুখোপাধ্যায়?
আরও পড়ু🦄ন-পুনম প🐻াণ্ডের বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচলেও সব পুড়ে ছাই, জানালেন অভিনেত্রী
সুনিধির কথায়, সেই ৬০ এর দশক থেকে গায়িকাদের নিয়ে ধরনের তুলনা করা হয়। সম্পর্কের জটিলতার গল্প ফাঁদা হয়। এমনকি লতা মঙ্গেশকরকে তাঁর নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বীဣ হিসাবে তুলে ধরা হয়েছিল। ৮০-এর দশকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ও ঝ෴গড়ার গল্প শোনা যেত।