অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি তাঁর ওয়েব শো হান্টার-এর সেটে গুরুতর চোট পেয়েছেন। বর্তমানে এটি মুম্বইতে শ্যুটিং হচ্ছে এই শোয়ের। তিনি বরাবর নিজের স্টান্টগুলি নিজেই করতে ভালোবাসেন। দুর্ঘটনাটি ঘটার সময় চার থেকে পাঁচজন অ্যাকশন পারফর্মার ছিলেন এবং শ্যুটিংয়ে তাঁদের সঙ্গে তীব্র লড়াইয় করছিলেন সুনীল শেট্টি। দৃশ্যটির জন্য একটᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি কাঠের পাটাতন ব্যবহার করার প্রয়োজন ছিল, কিন্তু একটি ভুল পদক্ষেপে সেই পাটাতনটি সুনীল শেট্টির পাঁজরে আঘাত করে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, জোর আঘাতের কারণে সুনীল যথেষ্ট ব্যথা পান। তাঁর এই ধরণের অ্যাকশন সিকোয়েন্সের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, আঘাতটি যথেষ্ট গুরুতর হওয়ায় যথেষ্ঠ উদ্বেগ তৈর🌼ি করেছে। সূত্রের খবর, ঘটনার পরপরই সেটে একজন ডাক্তারতে ডেকে আনা হয়। সঙ্গে সঙ্গেই এক্স-রে🦂ও করা হয় সুনীল শেট্টির।
আরও পড়ুন: (ছুটবে হাসির ফ☂োয়ারা, 💝আসছে অক্ষয়-গোবিন্দা-পরেশ রাওয়ালের ‘ভাগাম ভাগ ২’)
আরও পড়ুন: (সলমনের পর এবার শাহরুখ খানকে খুনের হജুমকি, চাঞ্চল্য বলিউডে! তদন্তে মুম্বই পুলিশ)
সুনীল শেট্টি বরাবরই নিষ্ঠার সঙ্গে জোরালো এই স্টান্টগুলি নিজেই করতে ভালোবাসেন, কোনও স্টান্টম্যান নেন না তিনি। তবে সম্প্রতি নিজে স্টান্ট করতে ⛄গিয়েই দুর্ভাগ্যজনকভাবে আঘাত পেলেন অভিনেতা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলাকুশলীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: (নাতাশার মুশকিল-আসান আলেকজান্ডার, পরিয়ে দিলেন শাড়ি, কটাক♌্ষকে বুড়ো আঙুল, সম্পর্কের কী নাম দিলেন?)
কয়েকদিন আগে এক পডকাস্ট চ্যানেল বিয়ারবাইসেপসকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছিলেন সুনীল শেট্টি। ভিডিয়োটির একটি অংশ সম্প্রতি আবার প্রকাশিত হয় যেখানে সুনীল শেট্টি তার ডায𒁃়েট এবং ফিটনেস রুটিন সম্পর্কে কথা বলেন। সুনীল শেট্টি বলেন, তাঁর ফিটনেসের রহস্য ৮০ শতাংশ ডায়েট, ১০ শতাংশ ট্রেনিং এবং ১০ শতাংশ অভ্যাস। অভিনেতা উল্লেখ করেন যে তিনি ভোর ৫-৬ টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। তিনি খুব সকালে উঠে কাজ করতেই তিনি ভালো♍বাসেন। রাত ৯-১০ টার মধ্যে তিনি ঘুমোতে চলে যান।
সুনীল শেট্টিকে পরবর্তীতে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' দেখা যাবে। যেখানে তিনি তাঁর পুরানো বন্ধু অক্ষয় কুমার এবং পরেশ রাওౠඣয়ালের সঙ্গে জুটি বাঁধবেন ।