ꦗ রামানন্দ সাগরের আইকনিক টিভি শো রামায়ণে লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লহরী। এদিন তিনি জানালেন এবারের লোকসভার ফলাফল নিয়ে একেবারেই খুশি নন। অযোধ্যায় রাম মন্দির বানানোর পরও সেখানে বিজেপির ভরাডুবি হয়েছে। সেটা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একই সঙ্গে খুশি প্রকাশ করেছেন কঙ্গনা রানাওয়াত, অরুণ গোভিলের জয় নিয়ে।
লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কী বললেন ছোট পর্দার লক্ষ্মণ?
🐻গত ৪ জুন প্রকাশ্যে এসেছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। সেখানেই জানা গিয়েছে ফৈজাবাদ কেন্দ্র থেকে বিজেপির লাল্লু সিং পরাজিত হয়েছেন সমাজবাদী পার্টির আদেশ প্রসাদের কাছে। বলাই বাহুল্য এবারের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ কেন্দ্রের দারুণ গুরুত্ব ছিল কারণ এই বছরই সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে। ফৈজাবাদে বিজেপির হার নিয়ে সুনীল লহরী অর্থাৎ লক্ষ্মণ তাঁর একটি ভিডিয়োতে বলেন, 'জয় শ্রী রাম। আমি ভীষণই অখুশি হয়েছি নির্বাচনের ফলাফল দেখে। এই জন্যই আমি ভোটের কথা বলেছিলাম। কিন্তু কেউ শুনল না। এবার মিলিঝুলি সরকার তৈরি হবে। কিন্তু ৫ বছর ধরে এই সরকার কি চলতে পারবে? ভাবুন। কিন্তু আমি এটা ভেবে খুশি যে আমি যে দুটো মানুষকে খুব পছন্দ করি তাঁরা দুজনেই জিতেছেন। একজন হলেন কঙ্গনা রানাওয়াতজি যিনি নারী শক্তির প্রতীক, উনি মান্ডি থেকে জিতেছেন। আরেকজন হলেন আমার দাদা অরুণ গোভিলজি। উনি মিরাট থেকে জিতেছেন। আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি। জয় শ্রী রাম।'
🍒 সুনীল লহরী তাঁর আরও একটি পোস্টে বলেন, ' আমরা ভুলে যাচ্ছি যে এটা সেই অযোধ্যা যেখানকার নাগরিকরা সীতা মাকে সন্দেহ করেছিলেন বনবাসের পর। সেই মানুষদের কী বলা যায় যাঁরা ঈশ্বরকে পর্যন্ত মানেন না। স্বার্থপর। ইতিহাস সাক্ষী আছে অযোধ্যা সবসময় তার রাজার বিশ্বাসঘাতকতা করেছে। লজ্জা লাগা উচিত।'
আরও পড়ুন: ღইনস্টাগ্রাম স্টার থেকে দাদাগিরি হয়ে কে প্রথম কাছে এসেছি, ছোট্ট মিহির অভিনয়ের হাতেখড়ি কীভাবে?
✃ একই সঙ্গে তিনি তাঁর একাধিক পোস্টে অযোধ্যার বাসিন্দাদের কাটাপ্পার সঙ্গে তুলনা করেছেন যিনি তাঁর রাজার হত্যা করেছিলেন। বিশ্বাসঘাতকতা করেছিলেন।