'বলিউডের লোকজন যে ভালোবাসা দেখায়, সেসবই নকল'। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সানি দেওল। সানির এমন মন্তব্য সকলেই একপ্রকার হতবাক। হঠাৎ কেন এমন অনুভূতি হয়ে𝕴ছে সানির? কেনই বা প্রকাশ্যে এমন কথা বললেন?
সম্প্রতি 'গদর-২' নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন সানি দেওল। সানির কথায়, বলিউডে যে বিভিন্ন গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর লোকজন বড়ই দাম্ভিক। তিনিও ফি💎ল্মি পরিবার থেকেই এসেছেন, তবে বলিউডের বিভিন্ন শিবিরের লোকজন কখনওই তাঁর পরিবার হয়ে উঠতে পারেননি। আর তিনিও বিশেষ ব⛄লিউডের শিবিরগুলিতে গিয়ে মেশেননি।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘🥃বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবেন এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবেন, এমন ভাব 🐟করবেন যেন ওঁরা আপনাকে ভীষণ ভালবাসেন তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’ সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু যা আছে বা চলছে, তা হয়ত চলতেই থাকবে, কারণ ওঁরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
আরও পড়ুন-‘পার্কে আমায় দেখে লোকজন নিজেদের স🐼্ত্রীকে লুকিয়ে ফেলেছিলেন’! বলছেন প্▨রেম চোপড়া
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলকে লঞ্চ করার প্রসঙ্গ টানেন সানি। জানান, ১৯৯০ সালে যখন তিনি তাঁর ভাই ববিকে লঞ্চ করেছিলেন, তখন বহু পরিচালক, প্রযোজকের সঙ্গে কথা বলেছিলেন, তবღে কোনও একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। সানির কথায়, ‘আমার মনে আছে সব পরিচালকের কাছে গিয়েছিলাম এমনকি যখন আমি ববিকে লঞ্চ করছিলাম, কেউ আমাদের সঙ্গে হাত মেলাতে রাজি ছিল না।’ প্রসঙ্গত ১৯৯৫ সালে রাজকুমার সন্তোষী পরিচালিত 'বরসাত' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সানি দেওল। প্রসঙ্গত, 'ঘায়েল', ‘দামিনী’র মতো ছবিতে কাজ করেছেন সানি দেওল নিজেই।
সানি দেওল বলেন, তিনি কেরিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনও শিবিরের অংশ নন। এক্ষেত্রে সানি রাহুল রাওয়াল, জেপ🅘ি দত্ত-র মতো পরিচালকের নাম নেন সানিꦡ দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, এই পরিচালকদের মধ্যে ‘আবেগ, আন্তরিকতা এবং সততা’ আছে।