শেষরক্ষা হল না। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর প্রায় দু-সপ্তাহ পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মালায়ালি অভিনেতা স🃏ুজিত রাজেন্দ্রন। মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩২ বছর বয়সী প্রতিভাবান অভিনেতা। এ🐬র্নাকুলামের এক হাসপাতালে মৃত্যু হয়েছে সুজিতের।
২০১৮ স🅰ালে দ্বিভাষিক চলচ্চিত্র 'কিনাভাল্লি' দিয়ে সুজিত তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অভিনেতা দুবাইতে বড় হয়েছিলেন কিন্তু অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই কেরালার মাটিতে ফিরে আসেন। তিনি তার প্রথম চলচ্চি🤡ত্র 'কিনাভাল্লি'-তে একটি গানে কণ্ঠও দিয়েছিলেন। হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি সুগায়ক হিসাবেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।
গত ২৬শে মার্চ🌳 কোচির এর্নাকুলাম শহরের একটি ব্যস্ত রাস্তায়, একটি স্কুলের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন অভিনেতা। তারপর দ্রুত এক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় তাঁকে। কিন্তু ম🍸ৃত্যুকে জয় করতে পারলেন না সুজিত।
অভিনয় কেরিয়ার শুরুর আগে কর্পোরেট সেক্টরে কাজ করছিলেন সুজিত, আমেরিকার এক মাল্টি ন্যাশন্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন। অভিনয়ের পাশাপাশি, সুজিত একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও ছিলেন। ভরতনাট্যম এবং কর্ণাটক সঙ্গীতেরꦇ নিয়মিত তালিম নিতেন। খেলাধূলার প্রতিও তাঁর অগাধ টান ছিল। ম্যারাথন' এবং 'রঙ্গিলা'-এর মতো ছবিতেও তার অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন সুজিত। ‘রঙ্গিলা’, শিরো-র মতো ছবিতে সানি লিওনের সাথে কাজ করেছিলেন প্রয়াত অভিনেতা।
সুজিত বেশিরভাগই সিনেমায় কমিক চরিত্রে অভিনয় ♛করেছিলেন। তবে নেতিবাচক চরিত্রেও দেখা 🍬মিলেছিল তাঁর। সুজিতের মৃত্যুতে শোকের ছায়া মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।