২০২০ সালেই মারা যান সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার। ৫ বছর পর ফের হাইকোর্টের কাছে কী আবেদন করলেন দিশার বাবা? একইꦰ সঙ্গে হঠাৎ কেন বাড়ানো হল তাঁর বাড়ির নিরাপত্তা?
কী ঘটেছে?
৫ বছর পর ফের নতুন করে উসকে গেল দিশা শৈলানের রহস্যমৃত্যুর বিতর্ক। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি পুনরায় এই কেসের তদন্ত শুরু আর্জি জানিয়েছেন। জানিয়েছেন তিনি চান এ🔯ই বিষয়ে সিবিআই তদন্ত করুক।
এদিন তাঁর এই পিটিশনে সতীশ শৈলান অর্থাৎ দিশার বাবা অভিযোগ করেছেন যে তাঁর মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে এবং তারপর খুন। তিনিও বুধবার ফাইল করা এই অভিযোগে আরও জানিয়েছেন যে তাঁর মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তিনি শিবসেনার নেতা আদিত্য ঠাকরের নামে FIR দায়ের কꦆরার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে এই কেসটি সিবিআইকে দেওয়ার অনুরোধ করেছেন।
IANS এর তরফে এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে পুলিশ এবং অন্যান্য সিকিউরিটি পারসোনালরা শৈলানের বাড়ির বাইরে অপেক্ষা করছেন। বেশ কিছু মহিল অফিসারও উপস্থিত আছেন সেখানে। ফলে বিষয়টা নিয়ে আবার বেশ নড়েচড়ে বসা হয়েছে♓ য🐎ে সেটা স্পষ্ট।
কেবল দিশার বাবা নন, সুশান্ত সিং রাজপুতের বাবাও অতীতে বারবার এই অভিযোগ তুলেছিলেন যে না তাঁর ছেলে, না দিশা কেউই আত্মহত্যা করেননি। বরং তাঁদের হত্যা করা হয়েছে। রিপাবলিককে দেওয়া একটি সাক্ষাৎকারে সুশান্তের বাবা কেকে সিং জানিয়েছেন, 'আমি বারবার বলে এসেছি সুশান্ত এমন মানুষ ছ❀িল না যে আত্মহত্যা করতে পারে। একই সঙ্গে আমি শুনেছি যে দিশার মৃত্যুকে নাকি অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে। আসলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।'
আরও পড়ুন: ভি🉐ন রাজ্যে গিয়ে আতঙ্ক-অপরাꦆধবোধে ভুগছেন সারা! যিশু-কন্যা লিখলেন, 'ভীষণ ভয় করছে কারণ...'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছিল মালাডের ওই আবাসনের ১৪ তোlলা থেকে দিশা নাকি ঝাঁপ দিয়েছিলেন। তিনি ৮ জুন ২০২০ সালে মারা যান। এর কিছুদিনের মধ্যেই রহস্যজনক অবস্থায় বাড়ি থেকেই উদ্ধার করা হয় সুশান্ত সিং রಌাজপুতের দেহ।