✱ টলিউডের প্রথম সারির অভিনেত্রী ইশা। অল্প সময়েই তিনি তাঁর অভিনয়ের দক্ষতায় নজর কেড়েছেন দর্শকদের। কিন্তু মাঝে রটে গিয়েছিল তিনি নাকি প্রেম করছেন। আর সেই ব্যক্তি অন্য কেউ নন, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। যদিও সেই জল্পনা আগেই পত্রপাট নাকচ করেছিলেন। এবার আবার তাঁরা দুজন এক ছবিতে জুটি বাঁধতেই সেই জল্পনা নতুন করে উসকে যাওয়ার আগে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: 🤪ভিন রাজ্যে গিয়ে আতঙ্ক-অপরাধবোধে ভুগছেন সারা! যিশু-কন্যা লিখলেন, 'ভীষণ ভয় করছে কারণ...'
কী জানিয়েছেন ইশা?
💎সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিটিতে দেখা যাবে ইশা সাহা এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাঁরা এই ছবিতে জুটি বাঁধবেন। এর আগে তরুলতার ভূত ছবিতে কাজ করার সময় তাঁদের প্রেমের জল্পনা উসকে গিয়েছিল। অভিনেত্রীর জন্য নাকি কেক এনেছিলেন অভিনেতা, একান্তে তাঁরা সময় কাটাতেন নাকি! এবারও কি কাজের ফাঁকে আড্ডা গল্প চলবে? এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইশা জানিয়েছেন, 'আমরা শ্যুটিংয়ে কতটা পরিশ্রম করি, একটা চরিত্র ফুটিয়ে তোলা কতটা চাপের সেটা মানুষ দেখতে পান না। বুঝতেও পারেন না। আমরা হইহই করে সময় কাটাই, নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই, আর মোটা অঙ্কের টাকা নিয়ে দিন শেষে বাড়ি ফিরি এসব ভাবেন। কিন্তু এগুলো ঠিক না। আমাদের দম ফেলার সময়ও থাকে না সেটে। একান্তে সময় কাটানো তো দূরের কথা।' ফলে সেট তো ছেড়েই দিন, তার বাইরেও ইন্দ্রনীলের সঙ্গে সময় কাটাবেন না বলে জানিয়ে দেন ইশা।
𒊎এদিন তিনি এও জানান তরুলতার ভূতের সেটে তাঁর জন্মদিনে মোটেই ইন্দ্রনীল তাঁর জন্য কেক আনেননি। ওটা প্রোডাকশনের তরফে আনানো হয়েছিল।
আরও পড়ুন: 🍷৩৫০০ ক্রিমিনালের মাঝে শাহরুখ-পুত্র! জেলে আরিয়ানকে কীভাবে বিপদের হাত থেকে বাঁচান আজাজ?
আরও পড়ুন: ꧒হাত ভর্তি কাজ, তার মধ্যেই সন্তান আসার আগে কী সিদ্ধান্ত নিলেন পরমব্রত?
𒈔এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই ছবির সময়ই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্ত ইং ইশা সাহা নাকি প্রেম করছেন। তার পরপরই জানা ইন্দ্রনীল আর বরখার বিবাহ বিচ্ছেদের কথা। ফলে এই প্রেমের গুজব যে আরও জোড়াল হয়েছিল সেটা বলাই বাহুল্য। যদিও সেসব জল্পনাকে নস্যাৎ করে দেন দুই অভিনেতাই।