ভারতের তরফে প্রথম মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন সুস্মিতা সেন। আর সেই ঐতিহাসিক ঘটনার পর দেখতে দেখতে ২৯ বছর কেটে গিয়েছে। আর এই বিশেষ ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার🅰 অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি পুরনো ছবি পোস্ট করলেন। এই ছবিটির বয়সও বলাই বাহুল্য প্রায় ৩ দশক হতে চলল। অভিনেত্রীর পোস্ট করে সেই ছবিতে তাঁকে তাঁর গালের দুপাশে হাত রেখেꦡ ছবি তুলতে দেখা যায়।
সুস্মিতা তাঁর এদিনের পোস্টে লেখেন, 'এই ছবিটার বয়স ঠিক ২৯ বছর। এই ছবিটা তুল🍌েছিলেন দুর্দান্ত চিত্রগ্রাহক প্রবুদ্ধ দাশগুপ্ত। এই ছবির মাধ্যমেই তিনি ১৮ বছর বয়সী আমিটাকে ফ্রেমবন্দি করেন। উনি একটু হেসে আমায় বলেছিলেন, তুমি বুঝলে তুমিই কিন্তু প্রথম মিস ইউনিভার্স যার ছবি ꧃আমি তুললাম। আমি তখন তাঁকে গর্বের সঙ্গে বললাম এটা আসলে ভারতের প্রথম মিস ইউনিভার্সের ছবি।'
অভিনেত্রী আরও লেখেন এদিন তাঁর পোস্টে, 'নিজের মাতৃভূমিকে এভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করা, এবং জয়লাভ করা মোটেই মুখের কথা নয়। এই গোটা ঘটনা আজও আমার চোখে জল এনে দেয়। আজ ২৯ বছর পরেও আমি এই কথা মনে করতে বসলে আবেগঘন হয়ে পড়ি। আমি আজও এই দিনটি উদযাপন করি, মনে রেখেছি কারণ এই দিনেই প্রথম ভারত তার ব্রহ্মাণ্ড সুন্দরীকে পেয়েছিল, 𒀰২১ মে ১৯৯৪।'
অভিনেত্রী তাঁর পোস্টে সকলকে ধন্যবাদ জানান তাঁকে ভালোবাসা দেওয়াᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ জন্য, সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য। তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। লেখেন মিস ইউনিভার্স ১৯৯৪, হ্যাপি ২৯ অ্যানিভার্সারি, দুগ্গা দুগ্গা, ইত্যাদি। ৭৭ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই সুস্মিতা এই খেতাব জয় করেছিলেন সেবার। এই একই বছর বিশ্ব সুন্দরীর খেতাব পান ঐশ্বর্য রাই বচ্চন।
সুস্মিতাকে আগামীতে আরিয়া ৩ সিরিজে দেখা। যাবে এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। ২০২০ সালে এই সিরিজের প্রথম কিস্🙈তি মুক্তি পেয়েছিল। আরিয়ার মাধ্যমে সুস্মিতা আবার বিনোদন জগতে ফিরে আসেন, একই সঙ্গে ওয়েব মাধ্যমে পা রাখেন।