লকডাউনে দুই ছেলে হ্রেহান ও হৃদানের সঙ্গে থাকতে প্রাক্তন স্বামী হৃতিক রোশনের বাড়িতে ফিরলেন সুসান খান। এই সম্পর্কে অভিনব প্রতিক্রিয়া সুজানের প্রাক্তন শ্বশুর অভিনেতা ও পরিচালক রাকেশ রোশনের।গত সপ্তাহে দুই ছেলের সঙ্গে লকডাউন কাটাতে হৃতিকের জুহুর বাড়িতে এসে পৌঁছেছেন সুসান খান। তাঁর এই পদক্ষেপ সম্পর্কে রাকেশ বলেন, ‘কঠিন সময় সবাইকে একজোট হয়ে পরস্পররে প্রতি সমর্থন জানাতে হবে।’এর আগে ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী পোস্টে সুসানের ফিরে আসার খবর দিয়ে হৃতিক জানিয়েছিলেন, ‘দেশের এই লকডাউনের সময় বাবা হিসেবে ছেলেদের কাছে না থাকার কথা ভাবতেই পারি না। এই গভীর অনিশ্চয়তাপূর্ণ সময়ে যখন দেশে কয়েক সপ্তাহ ধরে লকডাউন চালু থাকছে ও মাসের পর মাস সামাজিক দূরত্ব বজায় রাখার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন সকলের একসঙ্গে থাকার উদ্যোগ দেখে হৃদয় উষ্ণ আবেগে পরিপূর্ণ হল।’তিনি আরও লিখেছেন, ‘যে সময় সারা বিশ্ব মানবিকতা ও একত্রিত হওয়ার কথা বলছে, তখন এই পদক্ষেপ নিছক তত্ত্বের খোলস ছেড়ে সন্তান প্রতিপালনরত বাবা-মায়েদের কাছে আরও অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে।’ ছেলেদের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সুসানকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এই ছবি প্রিয় সুসানের (আমার প্রাক্তন স্ত্রী), যিনি মানবিক সিদ্ধান্তে স্বেচ্ছায় কিছু দিনের জন্য নিজের বাড়ি ছেড়েছেন যাতে আমাদের সন্তানরা অনির্দিষ্টকালের জন্য আমাদের কারও উপস্থিতি থেকে বঞ্চিত না হয়। আমাদের যৌথ অভিভাবকত্বের সফরে এমন সমর্থন ও হৃদয়ঙ্গম করার জন্য অনেক ধন্যবাদ সুসান। যে ছবি আমরা তৈরি করলাম, তা আমাদের সন্তানরা ভবিষ্যতে বলবে।’ ২০০০ সালে সুসান খানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিক রোশনের। ২০১৪ সালে ১৩ বছরের দাম্পত্যের পরে তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।লকডাউনে সময় কাটানোর কিছু দৃশ্য ইতিমধ্যে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হৃতিক। জানিয়েছেন, বই পড়ে, ছেলেদের সঙ্গে সময় কাটিয়ে, পোষা কুকুরের সঙ্গে খেলে এবং বাড়িতেই ওয়ার্ক আউট করে লকডাউন উপভোগ করছেন তিনি। পাশাপাশি, ইদানীং পিয়ানো শেখার ভিডিয়োও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।