সম্প্রতি টেক্কা ছবিটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই দেখা যায় একটি ব্যানারে বড🔥় বড় করে লেখা, 'দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।' আর তারপর দেবও নাম না করꦿে কটাক্ষ করেন বহুরূপী ছবিটির আয় নিয়ে। তারপরই এদিন SVF সিনেমার তরফে প্রকাশ্যে আনা হল যে কেবল এই সিনেমা হল চেনে মোট কত আয় করেছে বহুরূপী।
আরও পড়ুন: টেক্কা 'বিগেস্ট অরগ্যানিক হিট💦' দাജবি নিয়ে হেঁয়ালি ভরা উত্তর দেবের, কটাক্ষ বহুরূপীকে?
SVF সিনেমার তরফে কী জানানো হল?
এদিন SVF সিনেমার তরফে একটি পোস্ট করে জানানো হয় 'বহুরূপী এই বছরের ব্লকবাস্টার হিট। টানটান এই থ্রিলার এখনও দেখে না থাকলে এখনই দেখে ফেলুন।' একই সঙ𓆉্গে তাঁদের তরফে জানানো হয়েছে কেবল মাত্র SVF সিনেমা হলগুলোতে বহুরূপী ছবিটি ১ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে।
কী লিখেছেন জিনিয়া সেন?
এই পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন এদিন স্ক্রিপ্ট রাইটার তথা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন। তিনি লেখেন, 'অরগ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনল SVF সিনেমꦺা। বহুরূপী ছবিটি SVF সিনেমাতেই কেবল ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই বছরের একমাত্র ছবি এটা করতে পেরেছে।'
কী নিয়ে বিতর্ক বাঁধল?
সদ্যই শহরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল টেক্কা ছবিট❀ির সাকসেস পার্টি। আর সেখানেই একটি ব্যানারে বড় বড় করে লেখা থাকতে দেখা যাচ্ছে 'দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।' কিন্তু বক্স অফিস আয়ের হিসেব বলছে টেক্কা বেশ কিছুটা পিছিয়ে আছে বহুরূপীর থেকে, তবে? আর অরগ্যানিক হিট কেনই বা লেখা? এই বিষয়ে দেব সংবাদমাধ্যমকে জানান, 'আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক। বাস্তব।'
আরও পড়ুন: 'অ্যাকশন বললেই একটা...' পর্দায় মা কাল🧜ী থেকে দুর্গা সবই হয়েছ🍰েন, কখনও কিছু অতিপ্রাকৃত অনুভব করেছেন পায়েল?
বহুরূপীকে সম্মান বাংলাদেশের
মঙ্গলবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করে জানান বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক যোগ হল। ভারত নয়, পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির 💮জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হল বহুরূপী ছবিটিকে।