গত সপ্তাহ থেকেই পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত জেরুসালেমে। পূর্ব জেরুসালেমে অবস্থিত মুসলিমদের ধর্মীয় স্থান আল-আকসা মসজিদে প্যালেস্তানীয় বিক্ষোভকারী এবং ইজরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে পারদ চড়ছে। প্যালেস্তাইনের গাজা এলাকায় মঙ্গলবার এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েলের বায়ুসেনা। ঘটনায় নিহত হয়েছে ২০ জন প্যালেস্তানী। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটারে ক্ষোভ উগরে দেন স্বরা ভাস্কর। ইজরায়েলকে সন্ত্রাসবাদী দেশ বলে আক্রমণ করেন স্বরা। লেখেন- ইজরায়েল একটা বর্ণবাদী রাষ্ট্র, ইজরায়েল একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, অনেক বলা হয়েছে…' সঙ্গে জুড়ে দেন আল আকসা এবং ফ্রিপ্যালেস্তাইন হ্যাশট্যাগ। স্বরা এখানেই থেমে যাননি, ট্রোলিংয়ের মুখে পড়েও অপর টুইটে লেখেন- 'প্যালেস্তাইন এবং প্যালেস্তানীদের জন্য সুবিচার চাওয়াটার সঙ্গে ইসলামের কোনও যোগ নেই… অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না… প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথাব্যাথা থাকা উচিত, অমুসলিমদেরও থাকা উচিত'। প্রায় ১১ বছর আগে প্যালেস্তাইনের গাজায় গিয়ে সেদেশের পতাকা হাতে ইজরায়েলি সেনাকে ‘মধ্যমা দেখানোর' একটি বিতর্কিত ছবিও পোস্ট করেন স্বরা। ইজরায়েল বনাম প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে স্বরার ইজরায়েল বিরোধী মন্তব্যের জেরে টুইটারে শোরগোল পড়ে যায়। মুহূর্তেই টুইটার ট্রেন্ডিংয়ে চলে আসেন স্বরা। অনেকেই নায়িকাকে ট্রোল করেন, কেউ বিস্ময় প্রকাশ করেন এই বিষয়টা নিয়ে তাঁর মন্তব্য করবার দরকার কী আছে? ভারতের সঙ্গে ইজরালেয়ের কূটনৈতিক সম্পর্ক মজবুত, করোনা মোকাবিলাতেও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে এই দেশ। তাই স্বরার এই টুইট ঘিরে বিতর্কের আগুন সোশ্যাল মিডিয়ায়। ট্রোলড হয়ে স্বরা স্পষ্ট জানান, 'ভারতীয় ডানপন্থী সমর্থকরা তোমাকে সমর্থন করছে মানে ইজরায়েল তুমি জেনে রাখো তুমি বেঠিক, পুরোপুরি বেঠিক'। নেটিজেনদের হাতে যেমন স্বরা ট্রোলড হয়েছেন, তেমন নায়িকার সাহসিকতাকে কুর্নিশও জানিয়েছেন অনেকে। ইজরায়েল এবং প্যালেস্তাইনের টানাপোড়েনের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তারই মাঝে মঙ্গলবার রকেট হানা চালায় হামাস, সেই মামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র। সৌম্য সন্তোষ (৩২) নামের কেরালার ওই মহিলা ইজরায়েলের উপকূল শহর অ্যাশকেলোনে আয়ার কাজ করতেন।