মেয়েবেলা ধারাবাহিক শেষ হয়েছে তাও মাসখা༒নেক হতে চলল। তবে ধারাবাহিক হঠাৎ শেষ হয়ে যাওয়ায় মউ-ডোডোর জুটি অর্থাৎ স্বীকৃতি মজুমদার আর অর্পণ ঘোষালকে এখনও মিস করছেন দর্শকরা। মাত্র দুটো ধারাবাহিকে কাজ করেছেন স্বীকৃতি। তবে তাতেই ছোট পর্দার এই মিষ্টি মেয়েটা মন জয় করে নিয়েছে বহু মানুষের।
ছোট পর্দার মউকে সালোয়ার বা শাড়িতে দেখেই অভ্যস্ত দর্শক। একটু চুপচাপ। তবে সোশ্যাল মিডিয়ায় গেলে পরিচয় পাওয়া যায় বাস্তবে🐠র স্বীকৃতির। যে বৃষ্টি হলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লং ড্রাইভে, ভরা বর্ষায় গোয়ার তুফানি সমুদ্রে খুঁজে পায় জীবনের মানে। আর তারপর নাইটক্লাবে ঢুকে মন খღুলে নাচতেও জড়তা নেই যার।
পিঙ্ক হাতাকাটা টপ, আর সাদা শর্টসে ধরা দিলেন এবার ‘মউ’ স্বীকৃতি। গাড়ির বোনেটের উপর বসে আছেন। গলায় জড়া🐻নো স্কার্ফ। সাজে কোনও বাহুল্যতা নেই। খোলা চুল আটকানো ক্ল্যাচারে। চোখে রোদ চশমা। হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে তোলা হয়েছে ছবিখানা। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে শুধু একটা মেঘ বৃষ্টির ইমোটিকন শেয়ার করলেন তিনি। তবে এই ছোট্ট ঝলকই মন জয় করে নিল মৌ-প্রেমীদের।
মেয়েবেলা-র কাজ শেষ হওয়ার পর গোয়া থেকে ঘুরে এসেছেন স্বীকৃতি। এখনও নতু🌱ন কোনও প্রোজেক্টের ঘোষণা না করলেও, কোনও একটি সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছিল সপ্তাহখানেক আগে। যেখানে মৌ-ডোডো অর্থাৎ তাঁর সঙ্গে দেখা গিয়েছিল অর্পণকে।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি পোস্ট করেছিলেন অর্পণ। সাদা কালো সেই ছবিতে পাশাপাশি বসে রয়েছেন তিনি আর মৌ। অর্পণ পরে রয়েছেন গিলে করা পঞ্জাবি। আর মৌ পরেছে শাড়ি। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘শুটিং?? কিসের শুটিং!!’ যার উত্তরে মউ থুরি স্বীকৃতির জবাব ‘সারপ্রাইজ সারপ্রাইজ’। অনেকেই ধরে নেন হয়তো আসছে ‘মেয়েবেলা ২’। তবে পরে জানা যায়, কোনও এক বিজ্ঞাপনের শ্যুটে দেখা যাবে ‘মেয়েবেলা’র ‘মৌঝর’কে🌜। যা পুজোর জন্য শ্যুট করা হয়েছে।
স্বীকৃতির প্রথম কাজ ছিল স্টার জলসারই ‘খেলাঘর’ সিরিয়াল। সেই ধারাবাহিকেও খুব জনপ্রিয় হয়েছিল তাঁর আর আরেফিনের জুটি। শান্টু-পূর্ণা একসঙ্গে এত ভালোবাসা পায় যে ধারাবাহিক শেষ হওয়ার পর তাদের দেখা মেলে একটি মিউজিক ভিডিয়োতে🤡ও। ‘তোমায় ছুঁতে চাই’ গানের অ্যালবামটিও বেশ হিট হয়। তারপর আসে ‘মেয়েবেলা’। আপাতত স্বীকৃতির ইচ্ছে টিভি থেকে একটু ব্রেক নেবেন। অন্তত মৌ চরিত্রটির স্মৃতি দর্শক মনে ফিকে হওয়ার অপেক্ষা করবেন। হিন্দুস্তান টাইমস বাংলাকেই জানিয়েছেন, কাজের ইচ্ছে আছে ওয়েব সিরিজ বা সিনেমায়। আপাতত কয়েকটা কথাও হয়েছে। তবে বলার মতো অবস্থাতে কিছু আসেনি।