'তৈমুর'স ন্যানি' নামে পরিচিত পেডিয়াট্রিক নার্স ললিতা ডি'সিলভা সম্প্রতি এক পডকাস্টে সেলেব্রিটি ক্লায়েন্টদের বাড়িতে থাকার একাধিক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এর মধ্যে রয়েছে সইফ 🥂আলি খান এব𒆙ং করিনা কাপুর, কারণ তিনি তাদের ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান ওরফে জেহ উভয়েরই দেখাশোনা করতেন। ইউটিউব চ্যানেল হিন্দি রাশের একটি পডকাস্টে ললিতা সাইফের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে থাকার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
ললিতা যা বললেন
‘পতৌদি প্যালেসে থাকার, ঘোরার, ওখানে খাওয়া-দাওয়া করার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত বড় প্যালেস। এত খোলামেলা। নবানী স🍰্টাইলের ঘর, নবাবি স্টাইলেন খাট, ২০০-৩০০ বছর আগের। ঠিক জানা নেই যদিও। সইফ স্যার এখনও সেগুলো সেগুলো রক্ষা করে চলেছেন। উনি বলেন,উনি যতদিন থাকবেন, সব এরকমই থাকবে। ওঁর জন্ম ও বেড়ে ওঠা, সব এখানেই। তাই 🃏স্বাভাবিকভাবেই ওর মায়া অনেক বেশি।’
আরও পড়ুন: আম🍌্বানিদের বউমা থেকে মাধুরী-রিচা! সঞ্জয় দত্তের প🍌্রেমিকাদের তালিকা বিশাল
পতৌদি প্রাসাদ সম্পর্কে
ইব্রাহিম কোঠি নামে পরিচিত, পতৌদি প্রাসাদ, যা ১৯৩৫ সালে পতৌদিদের তৎকালীন শাসক রাজপরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এটি হরিয়ানার গুরুগ্রাম জেলায় অবস্থিত। এটি বর্তমানে সইফের মালিকানাধীন, যিনি এটি তার প্রয়াত পিতা এবং 🌠কিংবদন্তি ক্🃏রিকেটার মনসুর আলী খান পতৌদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন।
আরও পড়ুন: বলিউডে পা ꦡরেখেই ৩৭ কোটি! দিল্লিতে ফ্ল্যাট কিনলেন আরিয়ান, রয়েছে শাহরুখ কানেকশন
আরও পড়ুন: দিব্যজ্যোতি থেকে প্রসেনজিৎ, ইমন🔥 থেকে ঋতুপর্ণা-সায়ক, কে কে পেল টলি সিনে সম্ম🍎ান
সইফের ২০২১ সালের প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া অরিজিনাল থ্রিলার শো তাণ্ডব এবং গত বছরে মুক্তিপ্রাপ্ত তাঁর শালা রণবীর কাপুরের ব্লকবা𒀰স্টার সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ক্রাইম থ্রিলার অ্যানিম্যাল-সহ বেশ কয়েকটি সাম্প্রতিক সিনেমা এবং শো এই পতৌদি প্যালেসেই শুটিং করা হয়েছিল। সইফ ও তাঁর পরিবারকে প্রায়শই পতৌদি প্যালেসে ছুটি কাটাতে দেখা যায়।
আরও পড়ুন: ‘তুমি সবসময় নিজের মধ্যꩵে…’! শাড়িতে অনন্যা, মন খারাপ নাকি কাঞ্চন-প্রাক্তন পিঙ্কির
কাজের সূত্রে, সইফকে আগামীতে দেবরা: পার্ট ১-এ ভিলেনের চরিত্রে দেখা যাবে। যেই সিনেমার নায়ক জুনিয়র এনটি𝐆🉐আর।