প্রকাশ্য়ে এসেছে কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘তেজসে’-এর নতুন পোস্টার। ছবিতে যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। অভিনেত্রী নিজের পরবর্তী ছ📖বি ‘তেজস’-এর মুক্তির দিন ঘোষণা করে দিলেন ইনস্টাগ্রামে। ছবি মুক্তি পেতে চলেছে ২০২৩ সালের অক্টোবর মাসের ২০ তারিখ।
এয়ারফোর্স পাইলট তেজস গিলের জীবনীমূলক সিনেমা ‘তেজস’। সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির মধ্যে দিয়ে ভারতীয় বায়ু সেনার সাহসী সৈনিকদের অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে, 🅷যারা প্রতি পদে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের দেশকে রক্ষা করে।
বুধবার সকালে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের বিমানবাহিনীর বীর পাইলটদের সাহসিকতার প্রতি সম্মান জানাই। আগামী ২০ অক্টোবর ‘তেজস’ মুক্তি পাবে’। এরপর সেখানেই ছবির প্রযোজকদের মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। আরও পড়ুন: বলিউডের দুই তারকা অভিন🃏েত্রী রয়েছেন এই ছবিতে, পুরনো ছব♛ি দেখে চিনতে পারছেন কি