প্রযুক্তিবিদ্যার ছাত্র থেকে প্রথম সারির ইউটিউবার, পথ মসৃণ ছিল না মোটেই। কিন্তু তাঁকে আটকায় সাধ্য কার! 'বং গাই' কিরণ দত্ত পৌঁছে গিয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। অনুরাগীরাই তাঁর চালিকাশক্তি। সে কথাই আরও একবার ম𓄧নে করিয়ে দিলেন তিনি।
শনিবার অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন কিরণ। লিখলেন, 'আমার ভিডিয়োয় মন্তব্যগুলি পড়ছিলাম। আবেগঘন হয়ে পড়েছি। তোমাদের কাছ থেকে প্রত্যেক দিন🐼 অনেক ভালোবাসা পাই। এগুলো কি আদৌ আমার প্রাপ্য? তোমরা আমাকে তো ভালোবাসো কেন?'
নানা সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন কিরণ। তাঁর দিকে ধেয়ে এসেছে অগুনতি কটাক্ষ। সেই টালমাটালেও পাশে পেয়েছেন অনুরাগীদের। তাঁদের ভালোবাসা জানিয়ে কিরণ লেখেন, 'সব কিছুর জন্য ত𝐆োমাদের অসংখ্য ধন্যবাদ।ꦆ তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি। আমি চাই, তোমরা সকলে খুব ভালো থাকো। একদিন নিশ্চয়ই দেখা হবে।'
২০১৫ সালে ইউটিউব-যাত্রা শুরু করেন কিরণ। জনপ্রিয়তার স্বাদ পান তার বছর দুয়ে🦋ক পরে। এই মুহূর্তে প্রায় ৪০ লক্ষ্যের কাছাকাছি সাবস্ক্রাইবার। একাধিক বলিউড এবং টলিউড তারকাদের সঙ্গেও কাজ সারা।
ইউটিউবের গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই প্রযুক্তিবি✨দ্যার ছাত্র। ইতি♈মধ্যেই অভিনয় করেছেন ওয়েব সিরিজে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা' ছবিতে। কিরণের বিপরীতে থাকবেন দিতিপ্রিয়া রায়।