বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের স্বপ্নউড়ান জারি রয়েছে। বিতর্ককে ভর দিয়েই সফল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি।🅷 মুক্তির ১১ নম্বর দিনেও দেশের বক্স অফিসে দু-অঙ্কের ঘরে কামাই করল ‘দ্য় কেরালা স্টোরি’। ১৫০ কোটির গণ্ডির দিকে হুড়মুড়িয়ে এগোচ্ছে এই সিনেমা। মঙ্গলবারই ভারতের বক্স অফিসে এই ম্য়াজিক ফিগার করে ফেলবেন আদা শর্মা, যোগিতা বিহানিরা। সোমবার পর্যন্ত এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ১৪৭.০৪ কোটি টাকা।
মুক্তির দ্বিতীয় সোমবার বক্স অফিসে ১০.৩০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই ছবির। ধর্মান্তকরণের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি মুক্তির আগে থেকে রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত ৫ই মে ভারতে মুক্♏তি পেয়েছিল এই ছবি, ১২ই মে বিশ্বের আরও ৩৭টি দেশে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্ꦇশ মঙ্গলবার টুইট বার্তা জানান, ‘দ্য কেরালা স্টোরি থামাবাಌর নাম নিচ্ছে না…দ্বিতীয় মঙ্গলবারেও দু-অঙ্কের ঘরে ছবির ব্যবসা, যা প্রথম সোমবারের চেয়েও বেশি… ১০.০৩ কোটি টাকা.. আজই ১৫০ কোটি টাকার ফিগার ছুঁয়ে ফেলবে’।
এখানেই শেষ নয়, রণবীর-শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি মেয় মক্কার’ ছবিকে হেলায় হারাবে ‘দ্য কেরালা স্টোর🍬ি’। বক্স অফিসে ৪৪ দিনে ১৭৩.৯০ কোটি টাকা আয় করেছে পরিচালক লাভ রঞ্জনের এই ছবি। দু-সপ্তাহেই এই অঙ্ক ছুঁয়ে ফেলবে ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিস বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন ট্রেন্ড বলছে দেশের বক্স অফিসে ২৫০ কোটির গণ্ডি পার করবে ‘দ্য কেরালা স্টোরি’।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আদা শর্মা জানান, ‘এই ছবি তাদের কথা বলেছে যারা ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসবাদ ছাড়াচ্ছে, ISIS-এ ভিড়িয়ে দিচ্ছে জোর করে। তাই যারা ভাবছেন এই ছবি ইসলাম বিরোধী, দয়া কর𒆙ে এমনটা মনে করবেন না। এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না। আমি নিজে একজন ধর্মপ্রাণ মানুষ, অন্যের ধর্মকে আমি কোনওদিন ছোট করব না’।
ছবির ট্রেলারে দাবি করা হꦜয়েছিল কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করা হয়েছে, ছলে-বলে-কৌশলে তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে এবং সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেইসব মহিলারা। সেই নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। পরে অবশ্য় নির্মাতারা ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেন। ট্রেলারটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়নি। তাতেও বিতর্কের আঁচ কমেনি।
পশ🔯্চিমবঙ্গে ইতিমধ্যেই এই ছবির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পালটা সুপ্রিম কোর্টে আবেদনও দাখিল করেছেন নির্মাতারা, বুধবার (আগামিকাল) সেই মামলার দ্বিতীয় শুনানি। অন্যদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর বিজেপি শাসিত অপর রাজ্য হরিয়ানাতেও করমুক্ত ঘোষণা করা হয়েছে ধর্মান্তকরꦓণের এই ছবি।