শুক্রবার পরিচালক লীনা মানিমেকালাইকে গ্রেফতারি ও জবরদস্তিমূলক প্রক্রিয়া থেকে দেওয়া হল রক্ষাকবচ। ডকুমেন꧅্টারিতে দেবী কালীর পোশাক পরা মহিলাকে সিগারেট খাওয়া দেখিয়ে জড়িয়েছিলেন আইনি ঝামেলায়। তার বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলা। তবে গ্রেফতারির হাত থেকে সাময়িক স্বস্তি পেলেন এই চলচ্চিত্র নির্মাতা।
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চের থেকে লীনা মানিমেকালাইকে দেওয়া হয়েছে এই রক্ষাকবচ, যখন তিনি এই নিয়ে নিজের বিবৃতি নথি🉐ভুক্ত করেন। লীনা মানিমেকালাই জানিয়েছেন কারও ধর্মীয় ভাববেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।
বেঞ্চ, যার মধ্যে বিচারপতি পিএস নরসিমাও ছিলেন, চলচ্চিত্র নির্মাতার বক্তব্যের রেকর্ডে নেন এবং নির্দেশ দেন যে, পোস্টারের বিরুদ্ধে তার বিরুদ্ধে নথিভুক্ত হওয়া কোনও এফআইআর-এর প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বা অন্য কোনও জবরদস্তিমূলক প্রক্রিয়া। আরও পড়ুন: শুধুই কি ཧকেরিয়ারের খাতিরে? কেন সারোগেসি করালেন, জবাব এল প্রিয়াঙ্কার থেকে
আদালতের পক্ষ থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলিকে লীনা মানিমেকালাই-এর নামে জামিন হওয়া এফআইআর এক জায়গায় আনার নির্দেশও দেওয়া হয়েছে। আরও পড়ুন: ‘মা ভয়েꦆ আমাদের নিয়ে টালিগঞ🍌্জের বাড়ি ছেড়েছিল’, নকশাল সময়ের কথা বললেন প্রসেনজিৎ