𒁃 গুলশানারা খাতুন বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ। তিনি বড় পর্দা থেকে ছোট পর্দায় দাপিয়ে কাজ করছেন। কিন্তু সম্প্রতি তাঁকে তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করে বসেন নাট্যকর্মী তথা পরিচালক কৌশিক কর। এরপরই সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। আর এই গোটা ঘটনাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের স্বাধীন মত পোষণ করার স্বাধীনতা যেমন পাচ্ছি তেমনই যেন কোথাও গিয়ে কমে যাচ্ছে সহিষ্ণুতা। কিন্তু কী নিয়ে তাঁদের মধ্যে ঝামেলার শুরু হয়?
গুলশানারা কী জানিয়েছেন?
𒈔এক পোস্টের কমেন্ট থেকে বিতর্কের সূত্রপাত। এরপরই গুলশানারা জানান তাঁর নাগরিকত্ব থেকে শুরু করে তাঁর অবসাদ, চিকিৎসা, ওষুধ এমনকি ধর্ম নিয়ে কটাক্ষ এবং কটূক্তি করেছেন কৌশিক কর। তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন মনোসমাজকর্মীদের ট্যাগ করে (পরে ডিলিট করে দেন)। একই সঙ্গে আনন্দবাজারকে একটি সাক্ষাৎকারে জানান 'আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে হামেশাই আমায় সেটা নিয়ে আক্রমণ করা হয়। কটাক্ষ করা হয় আমার পরিবার, আমার খাদ্যাভাস নিয়েও। আমি এগুলোতে অভ্যস্থ হয়ে গিয়েছি। কিন্তু কৌশিক এবার যেটা করলেন সেটা মেনে নেওয়া যায় না।'
♋ গুলশানারা সমাজ মাধ্যমে এই বিষয়ে আওয়াজ তুলতেই অনেকেই তাঁকে সমর্থন করেছেন। বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী থেকে শুরু করে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
কে কী বলেছেন?
ꦏবিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, 'এই অসভ্যতার প্রতিবাদ আমি আগেই করেছি। কিন্তু এবার আইনি পদক্ষেপ নেওয়া দরকার।' আরেকজন লেখেন, 'একজন শিল্পীর চূড়ান্ত ফ্রাস্ট্রেশন মানেই ভুলভাল মন্তব্য।। পুরো বিষয় টা জানি। তীব্র প্রতিবাদ করছি।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এ ধরনের অসভ্যতামো একদমই মেনে নেয়া যায় না. আমি পুরোটা পড়েছি স্ক্রিনশট যেগুলো শেয়ার করেছিলে। আইনি পদক্ষেপ নাও। সবাই আমরা পাশে আছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ধিক্কার জানাই কৌশিক করের এমন মন্তব্যের আর ভাবনার চিন্তার প্রতি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এই অসভ্যতার কোন সীমা নেই। লজ্জার চেয়ে বেশি রাগ হচ্ছে। আমি আগেই পড়েছি। ওকে উচিৎ শিক্ষা দিতে হবে।'
ꦗ তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, যে প্রবীণ নাট্যকর্মীর পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত, সেখানে কটাক্ষের শিকার হওয়ার পর অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কৌশিককে আক্রমণ শানিয়ে। সেখানে তিনি লেখেন, 'কৌশিক কর আপনার কোনও হাউজফুল নাটক দেখিনি। একজনকে পারসোনাল অ্যাটাক করলেন তাই বলি বউ পিটিয়ে পিঠ বাঁচাতে রাজনীতি করা আপনার দল শেখাচ্ছে? আর শুনুন আপনি একটি ইউজলেস ফালতু এলিমেন্ট। মাথাভর্তি বদবুদ্ধি নিয়ে আর কদ্দিন? পালটিবাজ বউ পেটানো স্টুপিড? হ্যাঁ আমিও গরু খাই। আপনার মত ঘাস আর গোমূত্র খাই না।'