পাঠান মুক্তির পাওয়ার পর থেকেই সকলকেই মুখিয়ে ছিলেন টাইগার ৩ ছবিটির জন্য। থখন থেকেই উন্মাদনা চড়ছিল এই ছবিতে পাঠান টাইগার ক্রসওভার নিয়ে। ২০১৭ সালের পর আবার এই বছর বড় পর্দায় কামব্যাক করল টাইগার। ফলে এই ছবিকে নিয়ে যে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিলই সেটা বলা যায়। সঙ্গে মিশে গিয়েছে দীপাবলির ছুট🌠িও। ফলে প্রথম দিন সলমন ভক্ত এবং সাধারণ দর্শকদের থেকে অভাবনীয় সাড়া পেল মণীশ শর্মা পরিচালিত এই ছবি। রবিবার, ১২ নভেম্বর অর্থাৎ টাইগার ৩ মুক্তির প্রথম দিনই এটি ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে বলেই মনে করা হচ্ছে।
টাইগার ৩ ছবির প্রথম দিনের কালেকশন
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে আর্লি এস্টিমেট অনুযায়ী সলমন খানের ছবি টাইগার ৩ প্রথম দিন 🎀বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে। দীপাবলিতে মু🌄ক্তি পাওয়া সত্বেও এযাবৎকালের মধ্যে সব থেকে বেশি আয় করেছে এই ছবিটিই। এমনটাও জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলার কোথায় দেবীকে ক্ষ্যাপাকালী বলে? কালীপুজোর অজানা ইতিহাস শোনা🌳বেন অদিতি, কিন্তু কোথায়?
রবিবাℱর, ১২ নভেম্বর টাইগার ৩ ছবিটির হিন্দি ভার্সনে গোটা দেশ জুড়ে গড়ে ৪১.৩২ শতাংশ অকুপেনসি ছিল। তবে এদিন সব থেকে বেশি লোক নাইট শোতেই টাইগার ৩ দেখেছেন 🐼বলে রিপোর্টে জানানো হয়েছে। রাত্রিবেলায় গড়ে ৪৬.১৮ শতাংশ অকুপেনসি ছিল।
টাইগার ৩ প্রসঙ্গে
টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হল এটি। ২০১২ সালে প্রথম মুক্তি পায় এক থা টাইগার। এরপর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। তারপর এল টাইগার ৩। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ। সেক্ষেত্রে এটি পঞ্চম ছবি। উপরোক্ত দুটো ছবির সঙ্গে ওয়ার এবং পাঠান ছবি দুটোও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। তার পর এবছর দীপাবলিতে এল টাইগার ৩। এখানে আবারও সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে জুটি বাঁ🤡ধতে দেখা গেল। সঙ্গে আছেন ইমরান হাশমি। মণীশ শর্মা পরিচালনা করেছেন এই ছবির।