আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে গোটা শহর। মিছিল, জমায়েত, মানব বন্ধন, কিছুরই বিরাম নেই। সকলেরই একটা চাওয়া যেন🌱, তিলোত্তমার দোষীদের বিচার দিতে হবে। কিন্তু এটা মোটেই ভালো🦩 ভাবে দেখছে না তৃণমূল সমর্থকরা। মূলত চিকিৎসকদের কর্মবিরতিকে। তাই সেটাকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন তাঁরা।
আরও পড়ুন: 'চুল টানা'র হুমকি পাপিয়🎃ার! জওবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দেওয়ার বদলে বরং...'
কী ঘটেছে?
এদিন তৃণমূল সমর্থকদের তরফে একটি গান তাঁদের সমস্ত পেজে পোস্ট করা হয়েছে। অনেকে সেগুলো আবার শেয়ার করেছেন। সেখানেই এক ব্♎যক্তিকে একটি প্যারোডি গান গাইতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে। এই পোস্ট থেকেই জানা যায় গানটি লিখেছেন অভিযান ভট্টাচার্য এবং গেয়েছেন সৌম্যজিৎ।
গানটির লিরিক্সে বল♛া হয়েছে, 'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা / সুযোগ পেয়ে ধরছ চেপে গরীব লোকের গলা / মনে রেখো স্বাস্থ্য সাথী, ন্যায্য মূল্য চোখের আলো / মনে রেখো দিদি এ দেশেতে গরীবকে তার পাওনা দিল / জনগণের টাকায় তুমি মাইনে নিয়ে মানুষ মারো / কাজ না করে প্রাইভেটেতে মুনাফার দালালি করো / এত মানুষ মারলে তোমার পাপ হচ্ছে জমা / তিলোত্তমা থাকলে বেঁচে করত কী গো ক্ষমা?'
এদিন এই পোস্টটি প্রথম শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য। যদিও পরে তিনি সেই ভিডিয়ো ডিলিট করে দেন। তবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য পেজ এবং গ্রুপে এই ভিডিয়ো এখনও বিদ্যমান। প্রসঙ্গত এদিন সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নিরಌ্দেশ দিয়েছে। বলা হয়েছে তাঁরা সময়ে কাজে না ফিরলে সরকার পদক্ষেপ নিতে পারে। গোটা বিষয়টা নিয়ে তীব্র নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: কেবল কলকাতা নয়, ২৫ দেশের ১৩০ শহরের হাজার হাজার মানুষ পথে নামছেন RG Kar🔯 এর বিচার চেয়ে!
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব🐷 অভিনেতার