‘গাঁটছড়া’র রাহুল এখন অ♊ন্য মেজাজে। নেটদুনিয়াকে যেন ঘোল দিতে ব্যস্ত তিনি। বুধবার দুপুর দুপুর ফেসবুকের পাতায় একটি হেঁয়ালি ভরা পোস্ট করেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যা🤡য়। যা দেখে রীতমতো অবাক নেটিজেনরা। কী রয়েছে সেই পোস্টে?
অনিন্দ্য ফেসবুক♓ পোস্টে লেখেন, ‘পাড়ার দোকানে গিয়েছিলাম একটা কোকের বোতল কিনতে। অনেক❀দিন খাইনা কিন্তু দোকানের দাদা বলল খালি পেপসি পাওয়া যায়। আপনি জানেন না যেখানে পেপসি পাওয়া যায় সেখানে কোক পাওয়া না? জিজ্ঞেস করলাম এটা কেন? বলে কোম্পানি পলিসি। পেপসি তো আমি খাইনা তাই আর খাওয়াও হলো না, বাড়ি চলে এলাম’। এরপরই টলিউড অভিনেতার পোস্টে কমেন্টের বন্যা।
অন্দিন্দ্যর ফেসবুক পোস্টের কমেন্টে প্রযোজক রানা সরকার লেখেন, ‘অসাধারণ!’ সেখানেই অভিনেতার পালটা মন্তব্য, ‘তোমার নজর এড়ানো কঠিন, যা বুঝলাম’। এক নেটিজেনের মন্তব্য, ‘দম থাকবে শুধু কোক রাখার? পেপসির বজার ধরতে পারবে?’ পরিচালক সুব্রত সেনের মন্তব্য, ‘অসাধারণ! (সঙ্গে জুড়🐻েছেন হাসির ইমোজি)’। অপর এক নেটিজেন লেখেন, ‘এবার চিৎকার চাই দাদা। রাখঢাক করে তো বহুদিন হল। কি পেয়েছি?’
আরও পড়ুন: ‘পাঠান’-এর পাশাপাশি বাংলা ছবিও দেখার অনুরোধ, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়
আচমকা ফেসবুকের পাতায় কেন এ হেন পোস্টে অনিন্দ্যর? যা দেখে রীতিমতো ভ্রু কুঁচকেছেন অনেকেই। উল্লেখ্য, দেশজুড়ে ‘পাঠান’ জ্বরে কাবু দর্শক। ২৫ জানুয়ারি সকাল থেকে রমরমিয়ে ‘পাঠান’ ব্যবসা করলেও, বেজায় বিপাকে বাংলা ছবি। কারণ, দেশের যে যে প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাবে, সেই সমস্ত প্রেক্ষাগৃহে অন্য কোনও ছবি চলবে না। মুম্বইয়ে বসে এই শর্তই রেখেছেন ‘পাঠান’ নির্মাতা🐠রা। ফলে হল মালিকদের কাছ🎀ে কোণঠাসা হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত একাধিক বাংলা ছবি। য নিয়ে রীতিমতো সবর হয়েছে একাধিক টলিউড ব্যক্তিত্ব।
‘পাঠান’ মুক্তির আগে সদ্য মুক্তিপ্রাপ্তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ একাধিক বাংলা ছবি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে স⭕বর হয়েছে টলিউড। বলিউড ছবি চলার নিয়ম নিয়ে ফেসবুক লাইভে সরব হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।
অন্যদিকে, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ꦕ‘কাবেরী অন্তর্ধান’-এর শো সংখ্যা কমে যাওয়ায় ফেসবুক লাইভে এসে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের দর্শকের কাছে আবেদন, ‘যে শো-ই পাচ্ছেন আপনারা দেখুন। ১২টার শো হলে ১২টায় দেখুন। নয়তো পরের সপ্তাহে শুনব, টিকিট বিক্রি হয়নি তুলে দেওয়া হল। খারাপ লাগে যখন এতো পরিশ্রম করে একটা ছবি বানানোর চেষ্টা করি, যখন দেখি সেই ছবি নিজের জায়গাতেই দেখাতে পারছি না ভীষণ কষ্ট হয়'। এই প্রসঙ্গেই কি নেটমাধ্যমের পাতায় এমন হেঁয়ালি ভরা পোস্ট অনিন্দ্যর? ভাবাচ্ছে নেটিজেনদের।