রাজ্য সরকারের রিপোর্ট বলছে আমফান ঘূর্ণীঝড়ের জেরে রাজ্যে ১,০২,৫০০ কোটি টাকারꦿ সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে। আমফানের পর পেরিয়ে গিয়েছে দু'সপ্তাহেরও বেশি সময়। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। কিন্তু ঘুরে দাঁড়ানোর এই লড়াই সহজ নয়। এই পরিস্থিতির মোকাবিলার জন্য শুরু থেকেই বাংলার পাশে দাঁড়িয়েছেন টলিউড তারকারা। আমফান ক্ষতিগ্রস্ত নানান এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা। সেই উদ্যোগী সামিল অভিনেত্রী সায়নী ঘোষ ও তাঁর টলিপাড়ার বন্ধু💟রারও।
সায়নী ও তাঁর কয়েকজন বন্ধু মিলে ‘Bengal Above All Project’ বলে এক উদ্যোগ নিয়েছেন। যে উদ্যোগের প্রথম স্টপেজ ছিল নদিয়া। শনিবার নদিয়ার করিমপুরের তেহট্ট সাবডিভিশনের আমফান ও করোনা কাঁটায়া জর্জরিত দুঃস্থ মানুষদের কাছে ত্র𓃲াণ সমাগ্রী পৌঁছেছিলেন তাঁরা।
সায়নী ছাড়াও এই টিমের অংশ ছিলেন অভিনেতা কৌশিক রায়, সঙ্গীত পরিচালক ও গীতিকার প্রসেন, ডিজাইনার জয়িতা রায় সহ আরও অনেকে। সায়নী জানান,'আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিই আমাদের বাংলা দু-দুটো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন,এই ই বাংলার মানুষ হিসাবে আমদের কিছু করܫতে হবে , দাঁড়াতে হবে পাশে থাকতে হবে এই বাংলার'।
নদিয়ার আমফান বিধ্বস্ত ধরাদহ, নদীডাঙ্গা এবং নারায়ণপুর গ্রামের𒉰 মোট ৪০টি পরিবারকে এক মাসের রেশন সামগ্রী পৌঁছে দিয়ে এসেছেন সায়নী ও তাঁর বন্ধুরা। রেশন সামগ্রী ছাড়াও বেসিক হাইজিনের সমস্ত জিনিস পৌঁছে দিয়েছেন তাঁরা। মহিলাদের জন্য দেওয়া হয়েছে স্যানিটারি প্যাড। ডিজাইনার জয়িতা রায় নিজের হাতে কাপড়ের মাস্ক তৈরি করে পৌঁছে দিয়েছেন গ্রামবাসীদের কাছে।
বাংলা নিজের পায়ে সম্𒉰পূর্ন ঘুরে দাঁড়ানো না পর্যন্ত থামবে না সায়নী ও তাঁর বন্ধুদের এই উদ্যোগ।শীঘ্রই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং -এর অন্তর্গত 'দীঘির পার' এর ৫০টি পরিবারকে এক মাসেরই রেশন দেবেন তাঁরা। আগামিদিনেও এইরকম আরও ১০টি জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সকলকে পাশে থাকবার আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
রাজ্য সরকারের তরফে বিশেষ বার্তা
পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে দান করুন
WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND
(Part of Chief Minister Relief Fund)
//wbserf.wb.gov.in/wbserf
A/C No: 628005501339
Bank: ICICI Bank
Branch: Howrah