সম্প্রতি কুণাল ঘোষ টলিউডকে একহাত নিয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল ডায়রি ছবিটিকে কেন্দ্র করে। তবে প্রশ্ন কেন তারকারা এই ছবির বিরোধিতা করছেন না। অনেকেই অনেকেই আবার প্রশ্ন তু☂লেছেন তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলীয় প্রচারমূলক ছবি চাইছেন? কী বলছে টলিউড এই প্🍎রসঙ্গে?
আরও পড়ুন: '১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না দেখালেনꦗ নিরঞ্জন
কুণাল ঘোষের এই মন্তব্যের পর কী প্রতিক্রিয়া টলিউডের?
কাঞ্চন মল্লিক এই বিষয়ে আনন্দবাজারকে জানিয়েছেন তিনি এখনও এই ছবিটি দেখেননি। তবে তিনি বাংলার নাগরিক হওয়ার কারণেই কোনও ছবিতে যদি বাংলাকে কলঙ্কিত করা হয় তিনি সেটার বিরোধিতা করবেন বলেই জানিয়েছেন। অন্যদিকে কুণালের সুবিধাবাদী মন্তব্য নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী জানান তাঁর এই ধারণা ভুল। বরং মুখ্যমন্ত্রীর যখন প্রয়োজন পড়বে তখনই টলিউডকে তিনি পাশে পাবেন। একই সঙ্গে হরনাথ জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রতিবাদ এবং তুলকালামের পর আবারও ছব🍬ি করতে চান।
অন্যদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যে কেরালা স্টোরি মুক্তি পেতে না দেন সেটা প্রচারমূলক ছবি বলে তাহলে সেই একই দলের মুখপাত্র হয়ে কেন 🐲কুণাল ঘোষ নিজে দলের প্রচারমূলক ছবি বানানোর উস্কানি দিচ্ছেন? তাঁর মতে, 'ভাবনা একমুখী হওয়া দরকার। মুখ্যমন্ত্রী অন্য দলের প্রচারমূলক ছবি দেখাতে দেবেন না, আবার প্রয়োজনে তাঁরই দলের মুখপাত্র তাঁদের দলের প্রচারমূলক ছবি বানানোর বার্তা দেবেন, এটা হয় না।'
লাভলি মৈত্রর দাবি কুণাল ঘোষ কেন এমন মন্তব্য করেছেন তিনি বুঝতে করছেন না। তাঁর কথাযꦉ় যাঁরা অরাজনৈতিক তাঁরাও সময় অসময়ে 'দিদি'র পাশে থাকেন। তাঁর পায়ে পা মেলান। কিন্তু তারপরেও কুণাল কেন এমন বললেন তিনি জানেন না। তবে কৌশিক সেন কিন্তু কিছুটা হলেও কুণাল ঘোষের কথাকে সমর্থন করেছেন। তাঁর মতে যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, এদিকে ২১ জুলাইয়ের মঞ্চে থাকেন আবার নিজেদের অরাজনৈতিক বলে দাবি করেন তাঁদের কুণালের এই মন্তব্যের মুখোমুখি হতেই হবে। তবে কুণাল যেভাবে তাঁর দলের প্রচারমূলক ছবি বানানোর বার্তা দিয়েছেন সেটাকে সমর্থন করেন না কৌশিক। তাঁর মতে, 'সিনেমা থিয়েটার কোনও ফরমায়েশি জিনিস নয়।'