৩৯ বছরে পা দিলেন রণবীর সিং। ৬ জুলাই তাঁর জন্মদিন। আর তাঁর এই বিশেষ দিনে তাঁকে নিয়ে একটি বিশেষ পোস্ট লিখলেন টোটা রায়চৌধুরী। 🦂শত হলেও পর্দার বাঙালির বাংলার জামাই বলে কথা! তাই রণবীরকে নিয়ে এদিন ব্যাংলাতেই একটি পোꦏস্ট লেখেন টোটা। সেখানে রীতিমত গুণগান করেন এই অভিনেতার।
রণবীরের জন্মদিনে কী লিখলেন টোটা?
টোটা রায়চৌধুরী এদিন তাঁর এবং রণবীর সিংয়ের একটি ছবি পোস্ট করেন ফেসবুকের পাতায়। সেখানে তাঁকে ধুতি পঞ্জাবি এবং রণবীর𝓰কে রকি রান্ধাওয়ার বেশে দেখা যাচ্ছে। ছবিটি রকি অউর রানি কী প্রেম কাহানি ছবির💝 প্রচারের সময় তোলা।
এই ছবিটি পোস্ট করে টোটা লেখেন, 'ছেলেটা বড্ড ভালো। এই নির্দয় সময়ের প্রেক্ষিতে অপ্রয়োজনীয় রূপে ভালো। সর্বদা একটি স্মিত হাসি মুখে লেগেই আছে। আর সেই হাসিটা শুধু মুখ থেকে নিঃসৃত নয়, হৃদয় থেকে। দেখা হলেই কষে জড়িয়ে ধরেই প্রশ্ন, স্যার কেমন♏ আছেন? তাকে পাল্টা একই প্রশ্ন করলেই উত্তর দেবে, আমি সবসময় ভালো থাকি!' বলেই হা হা করে তার সিগনেচার হাসিটা হাসবে। সেটে ওর প্রবেশ মাত্রই পরিবেশ বদলে যায়। পোড়খাওয়া গম্ভীর টেকনিশিয়ানদের মুখেও দেখি একটা হালকা হাসি। যেন আপন কেউ এসেছে। ড্যান্সাররা থাকলে তো কথাই নেই। হইহই করে ওকে ছেঁকে ধরবে আর ও মুম্বাইয়া ভাষায় বলবে, কেয়া রে পান্টার লোগ। কেয়া চল রহা হ্যায়? আজ ফোড় দেতে হ্যায়, চল।' ওর জন্য টেকনিশিয়ান থেকে ড্যান্সার থেকে আ্যক্টর; সবাই দুশো শতাংশ দেয়। তবে ভোজবাজির মতো তার পরিবর্তন হয় পরিচালকের অ্যাকশন' ঘোষণা শুনেই। মুহুর্তের মধ্যে চরিত্রে রূপান্তরিত হয়। সেটা এতটাই আকস্মিক, অস্বাভাবিক ও নিখুঁত যে বহুবার প্রত্যক্ষ করার পরও চমকে যাই, মুগ্ধ হই।'
তিনি তাঁর পোস্🤡টে আরও লেখেন, 'আজ ছেলেটির জন্মদিন। ওকে দেবার মতো সত্যিই আমার কিছু নেই। শুধু দুহাতে আশীর্বাদ করতে পারি আর সেই দু হাত জোড় করে ঈশ্বরের কাছে ওর মঙ্গলকামনা করতে পারি। আজীবন ঠিক এমনটাই থেকো, রণবীর।'
তিনি এদিন ইনস্টাগ🌄্রামেও একই ছবি পোস্ট করে লেখেন, 'আমি কখনও এত বড় তারকার মুখোমুখি হইনি যে এতটা মাটির মানুষ। এই মানুষটার হৃদয় পুরো সোনার। শুভ জন্মদিন ভাই। ভালো থেকো।'
আরও পড়ুন: বাংলাদেশের পর ভারতেও উঠুক তুমুল 'তুফান' ঝড়, সকালꦇ সকাল কালীঘাটে পু✤জো 'ঈশ্বরপ্রাণ' মিমির
প্রসঙ্গত রকি অউর র🤪ানি কী প্রেম কাহানি ছবিটি ২০২৩ সালে মুক্তি পেয়েছে। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছিল এই ছবিটি। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং রণবীর সিংকে দেখা গিয়েছিল।꧅ আলিয়াকে এখানে একজন বাঙালি মেয়ে হিসেবে দেখানো হয়। তাঁর বাবা মায়ের চরিত্রে ছিলেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। অন্যান্য চরিত্রে ছিলেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, প্রমুখ।