এবারের সারেগামাপা শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। আর এই অল্প সময়েই এবার নজর কেড়েছেন পাহাড়ের ছেলে দিবাকর। তিনি তাঁর গানের জাদুতে মুগ্ধ করেছেন সকলকে। গ্র্যান্ড অডিশনের দুটো ধাপ প✱েরিয়ে এবার দার্জিলিংয়ের সিটং গ্রামের এই ছেলেটি পারফর্ম করবেন রিয়েলিটি শোয়꧟ের গ্র্যান্ড প্রিমিয়ার পর্বে। সঙ্গে থাকবেন তাঁর গুরু অন্তরা মিত্র।
আরও পড়ুন: ভারত ছেড়ে পাকাপাকি ভাবে লন্ডনে গিয়ে থাকতে চলেছেন বিরুষ্কা! কোন ৪ কা🙈রণে এমন ভাবছে নেটপাড়া?
আরও পড়ুন: বাংলাদেশের পর ভারতেও উঠুক ๊তুমুল 'তুফান' ঝড়, সকাল সকাল কালীঘাটে পুজো 'ঈশ্বরপ্রাণꩲ' মিমির
সারেগামাপার গ্র্যান্ড প্রিমিয়ারে দিবাকর
এই সপ্তাহ থেকে শুরু হবে সারেগামাপার মূল পর্ব। আর তার প্রথম পর্ব𝄹 হবে গ্র্যান্ড প্রিমিয়ার। সেখানে পারফর্ম করবেন দিবাকর। সঙ্গী হিসেবে থাকবেন তাঁর গুরু অন্তরা মিত্র। হ্যাঁ, দিবাকর গ্র্যান্ড অডিশনের দ্বিতীয় ধাপে নির্বাচিত হওয়ার পর যোগ দেন শান্তনু মৈত্💛র এবং অন্তরা মিত্রর দলে।
এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সারেগামাপার নতুন পর্বের সেখানে অন্তরার সঙ্গে দিবাকরকে অরিজিৎ সিংয়ের গাওয়া জনম জনম গানটি গাইতে দেখ🗹া যাচ্ছে দিলওয়ালে ছবি থেকে। তাঁদের এই যুগলবন্দি শুনে মুগ্ধ হয়ে যান সকলেই। আনন্দে লাফিয়ে ওঠেন শান্তনু মৈত্র এবং জাভেদ আলি।
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই অনেক দর্শকরা জানিয়েছেন এবারের পাহাড়ের 🔴দুই প্রতিযোগী আরিয়ান এবং দিবাকর দুজনেই সেরা। কেউ কেউ আবার এই পারফরমেন্সের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ১০ দ🦩িন হওয়ার আগেই ৪৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রভাসের ছবি নবম দিনে কত আয় করল?
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানাবেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বা꧑ঁধবেন? তাহলে জানা জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থা♑কবেন আরেক দলে। ইমন রাঘব বাঁধবেন জুটি। আর চতুর্থ দল বানাবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও আছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।