নাম ত্রিনেত্রা হালদার গুম্মারাজু। বয়স মাত্র ২৬, পেশায় যিনি কিনা একজন চিকিৎসক। আর ত্রিনেত্রা একﷺজন রূপান্তরকামী মহিলা। অভিনয় দুনিয়ায় যিনি কিনা এবার ডেবিউ করে ফেলছেন আমাজন প্রাইমের 'মেড ইন হেভেন ২' সিরিজের হাত ধরে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'মেড ইন হেভেন ২'-এর ট্রেলার। সেখানেও তাঁকে রূপান্তরকামী মহিলা হিসাবেই দেখা গিয়েছে, যাঁকে কিনা একটি ওয়েডিং প্ল্যানার হিসাবে কাজ করতে দেখা যায়।
'মেড ইন হেভেন ২'তে ত্রিনেত্রা হালদার গুম্মারাজুর রূপান্তরকামী চরিত্রটিকে ধীরে ধীরে নিজের পরিচয়ে খঁজে পেতে এবং প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে দেখা যায়। মঙ্গলবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে মুখ খুলেছেন ত্রিনেত্রা হালদার গুম্মারাজু। তাঁর কথায়, তিনি এই চরিত্রটিতে অভিনয়ে 'না' করতে পারতেন, তবে তিনি ঠিক করেন, যেম🦩নই হোক তিনি এই চরিত্রে অভিনয় করবেন। ত্রিনেত্রা জানান, তিনি যখন ডাক্তার হিসাবে ইন্টার্ন করছেন তাখন এই শোটির জন্য অডিশন দিয়েছিলেন। চিত্রনাট্য শুনেই তাঁর মনে হয়েছিল এটা তাঁকে করতেই হবে, কারণ রূপান্তরকামী মহিলা হিসাবে চিত্রনাট্যটি তাঁর হৃদয়ের ভীষণ কাছের ছিল। তাঁর কথায়, এখানে আমি অভিনয়ের সঙ্গে গল্প বলাকেও গুরুত্ব দিতে চেয়েছিলান।
ত্রিনেত্রার কথায়, ‘আমি চেয়েছিলাম, রূপান্তরকামী মহিলাদেরও নারী হিসাবেই দেখা হোক। তাঁরা তাঁদের সঙ্গে নারীদের মতোই ব্যবহার করা উচিত। তাঁরাও এদেশে ভালোবাসা, শ্রদ্ধা, সফলতা আশা করেন। এই দেশে ৯৯ শতাংশ পরিবার আমাদের দূরে ঠেলে রা♐খে। আমি তুলে ধরতে চাই, অল্প গ্রহণযোগ্যতা এমন মহিলাদের কোথায় নিয়ে যেতে পারে!’
প্রসঙ্গত, বাস্তবে ত্রিনেত্রা হালদার গুম্মারাজু হলেন কর্ণাটকের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার। যিনি কিনা ২১ বছর বয়সে নিজের লিঙ্গ-নিশ্চিতকরণের জন্য অস্ত্রোপচার করেছিলেন। আর সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে বহু মানুষের সমর্থন এবং ভালোবাসাও পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি 'ট্রিনট্রিন' নামে পরিচিত এবং বেশ জনপ্রিয়ও বটে। প্রসঙ্গত ১০ অগস্ট থেকে আমাজন প্রাইমে দেখা যাে 'মেড ইন হেভেন ২'⛦ সিরিজটি। যেটির পরিচালনা করেছেন জোয়া আখতার ও রীমা কাগতি।