গত সপ্তাহে প্রথমবার টিআরপি টপার হয়েছিল সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্🅠যের কথা। তবে চলতি সপ্তাহের ফলাফল আসতে দেখা গেল স্টার জলসার এই ধারাবাহিক ফের নেমে গেল টিআ𒆙রপি তালিকার নীচে। আর টপারের পজিশন ফের দখলে নিয়ে নিল জি বাংলা।
টিআরপি তা𒁏লিকায় চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ৬.৯ রেটিং পেয়েছে সৃজন আর পর্ণা। আপাতত দেখা যাচ্ছে, ছাদ থেকে মৌমিতা ঠেলে ফেলে দিয়ಞেছে পর্ণাকে। ফলত সে হারিয়েছে স্মৃতি। বিয়ে, বর, বাচ্চা কিছুই আর মনে নেই। সৃজন চেষ্টায় পর্ণার স্মৃতি ফিরিয়ে আনার। দুই নম্বরে রয়েছে ফুলকি, নম্বর ৬.৫।
আরও পড়ুন: রিয়েলিটি শো-র মঞ্চে জাহ্নবীর প্যানিক অ্য়াটাক, এমনকী দেখানো হয় শꦏ্রীদেবীকে নিয়ে?
কথা নেমে এসেছে ৩ নম্বরে। বেশ রোম্যান্স দেখানো হচ্ছে এখন সাহেব আর সুস্মিতার। দুজনের ইক্যুয়েশন মনেও ধরছে দর্শকদের। যদিও একে-অপরকে ভালোলাগার কথা মুখ ফুটে বলেননি কেউই। সামনের দিনে ಌগল্পের মোড় আরও মাখোমাখো হবে বলে ধারণা করা যাচ্ছে🅘।
চার নম্বরে যৌথভাবে কোন গোপনে মন ভেসেছে আর গীতা এলএলবি꧅। আর 🔜পঞ্চম স্থানে টিআরপি টপার জগদ্ধাত্রী।
দেখুন টিআরপি তালিকায় সেরা ১০-এর তালিকা:
প্রথম: নিম ফুলের মধু ৬.৯
দ্বিতীয়: ফুলকি ৬.৫
তৃতীয়: কথা ৬.৩
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে/ গীতা এলএলবি ৬.২
পঞ্চম: জগদ্ধাত্রী ৫.৯
ষষ্ঠ: অনুরাগের ছোয়া ৫.৩
সপ্তম: বঁধূয়া ৫.২
অষ্টম: জল থই থই ভালোবাসা ৪.৮
নবম: রোশনাই ৪.৫
দশম: আলোর কোলে ৪.৪
ছয় নম্বর স্থানে এখনও টিকে রয়েছে অনুরাগের ছোঁয়া (৫.৩)। যদিও কার কাছে কই মনের কথা (৪.১) ভালোই দর💧্শক টানছ🐎ে। তবে প্লটে ফিরে এসেছে সূর্য। স্মৃতিশক্তি হারিয়ে চিনতে পারছে না দীপা বা সোনা-রূপা কাউকেই। ফলত, গল্পে নতুনত্বের ছোঁয়া-য় নম্বর ভবিষ্যতে বাড়তেও পারে।
আরও পড়ুন: রাহা মাত্র দেড় বছরের, দীপাবলি💮তে বদলে যাবে রণবীর-🦩আলিয়ার মেয়ের জীবন, কীভাবে?
সিরিয়ালের দুনি🌌য়ার পুরনো খিলাড়ি অপরাজিতা আঢ্যর ধারাবাহিক জল থই থই ভালোবাসা এখন ৮ নম্বরে। নিজের স্বামী ও দুই ছেলের বিপক্ষে গিয়ে কোজাগরীর সাবলম্বী হওয়ার লড়াই মন্দ লাগছে না। সঙ্গে অনুশা বিশ্বনাথন ও ইন্দ্রাশিস রায়ের জুটিও বেশ ভালো লাগছে সকলের।
নতুন শুরু হওয়া র⭕োশনাই এবারেও কোনওরকমে টিকে থাকল সেরা দশে। ৪.৫ পেয়ে ৯ নম্বরে। যদিও স্লট হারিয়েছে কোন গোপনে মন ভেসেছে-র কাছে। শেষ হতে চলা মন দিতে যাই-এরඣ টিআরপি মাত্র ২.৩। অন্য দিকে, ভক্তির সাগর তুলল ২.১।