টিআরপি তালিকায় যেন কোমর বেঁধে লেগেছে স্টার জলসা আর জি বাংলা। কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে রাজি নয়। একগুচ্ছ ꦕনতুন মেগা শুরু হওয়ার কথা রয়েছে সামনের কয়েকদিনে। আজ সোমবার ৫ জুন থেকে শুরু হচ্ছে স্টার জলসায় ত🥀ুঁতে। বছর দেড়েকের পুরনো গাঁটছড়ার থেকে ছিনিয়ে নিয়েছে সন্ধে ৭টার স্লট।
আসলে বহুদিন ধরে সন্ধে ৭টার স্লট জি-এর ‘জগদ্ধাত্রী’র কাছে হারিয়েছে জলসার ‘গাঁটছড়া’। মাঝে বেশ কয়েকবার ধারাবাহিক বন্ধের খবর মিলেছিল। তবে তা বারবার ভুয়ো প্রমাণিত হয়। অবশেষে তুঁতে এসে হটিয়ে দিয়েছে গাঁটছড়াকে। যদিও বন্ধ হয়নি সেই ধারাবাহিক। বরং পাঠিয়ে দেওয়া হয়েছে রাত ১০.৩০-এর স্লটে। রবিবারই ছিল গোধূলি আলাপের শেষ এপিসোডের সম্প্রচার। আরও পড়ুন: গিটার হাতে ‘আমার ভিনদেশি তারা’ গেয়ে উঠলেন আদৃত, ‘মিঠাই’ থেকে কা꧃কে মিস করছেন?
তুঁতের গল্প গ্রামের এক মেয়েকে নিয়ে যে নামী ফ্য়াশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। তাঁর হাতে জাদু রয়েছে বলে বিশ্বাস করে তাঁর গ্রামের সকলে। পুরনো শাড়ি কেনে চমক লাগানো পোশাক বানিয়ে ফেলে সে নিমেষে। এদিকে সৎ মা-দুর্ব্যবহার তার প্রতি। টাকার লোভে যে তুঁতেকে শহরে পাঠিয়ে দেয়। তুঁতে আসে নামী ডিজাইনারের বাড়ি লাহিড়ি ম্যানসনে। গ্রামের মেয়ের ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কথা শুনে সকলে যখন তুঁতেকে উপহাস করে, তখন পাশে এসে দাঁড়ায় নায়ক সৈয়দ আরেফিন। তুঁতে চরিত্রে রয়েছেন দীপান্বিতা রক্ষিত। আরও পড়ুন: মিঠাই শেষ হতেই আইবুড়ো ভাত খাওয়া শুরু! পেটপুজোর ছবি 🅠দিলে🌠ন ‘রাতুল’ উদয় আর অনামিকা