সময়ের সঙ্গে জীবন পালটায়। জীবনের নানা অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা। চেনা পরিচি🌸তদের গণ্ডিটা ক্রমশও বাড়ে। তবে ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলো এখনও আমাদের অনেকের কাছেই অমলিন। পুরনো স্কুল বা হস্টেলের সামনে দিয়ে গেলে যেন নস্ট্যালজিক হয়ে পড়ি অনেকেই। তেমনই ছেলেবেলার একটা মিষ্টি অভিজ্ঞতার কথা নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’ অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি।
ইনস্টাগ্রামের পাতায় পুরনো স্কুলের এক দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি। ছবিটি শেয়ার করে স্কুলের স্মৃতি হাতড়েছেন তিনি। অন্বেষা লিখেছেন, ‘চিকেন পকোড়া টু চেরি কফ্ কিংবা মামা ভুজিয়া টু মুভ ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। কন🦂িকাদি। কনিকাদির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। নাহ খুব মিস করি আপনাকে’।
আরও পড়ুন: 'বাবাকে দেখে শিখলাম, কীভাবে একটা ‘চরিত্র’..', 'কাবেরী অন্তর্ধান' দেখে অকপট ঋদ্ধি