দেশের যে যে প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাবে, সেই সমস্ত প্রেক্ষাগৃহে অন্য কোনও ছবি চলবে না👍। মুম্বইয়ে বসে এই শর্তই রেখেছন ‘পাঠান’ নির্মাতারা। ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। এরপর থেকে বিশ্বব্যাপী রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। যদিও ছবি মুক্তির পর থেকে সরব টলিউডের একাংশ।
‘পাঠান’ মুক্তির আগে সদ্য মুক্তিপ্রাপ্ত একাধিক বাংলা ছবি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে সবর হয়েছে টলিউডের একাংশ। ছবির পরিবেশনা বা ডিস্ট্রিবিউশন নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এ বার সেই অভিযোগের পালটা জবাব দিলেন শেওড়াফুলির একটি সিনেমা হলের কর্তৃপক্ষ। আরও পড়ুন: ১৭ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত, দলের সঙ্গে নতুন নাটক 'তবে তাই' নিয়ে মঞ্চে সত্যম
শেওড়াফুলিতে অবস্থিত উদয়ন সি♔নেমা হল। তাঁদের তরফে সোশ্যাল মিডিয়ার পেজে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে। সেখানেই লেখা, 'কেন এই সপ্তাহ জুড়ে কেবল মাত্র একটি সিনেমার শো রাখা হয়েছে; আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যে সপ্তাহ ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেখানে একসঙ্গে চারটি বাংলা সিনেমা দেখানো হচ্ছিল। পাঠানের জন্য যেমন এখন হল ভরাতে আসছেন ভক্তরা, তখন আপনারা কেন আসেননি। ২৩ ডিসেম্বরের সপ্তাহে তিনটি বাংলা ছবিকে স্থান দেওয়া হয়েছিল আটটি শো-তে বিভক্ত করে। তার মধ্যে একটি সিনেমা এখনও চলছে। তখন আমাদের কেন উৎসাহ দেননি আপনারা।’