পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর। বধূবেশে আবির্ভাব উর্বশী রওতেলার। আর সেই ছবিই নিমে🌃ষে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে।
ছবি দিয়ে উর্বশী লিখেছিলেন, 'প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় আর কিছু নেই। সব সংস্কার মেনে, আচার-অনুষ্ঠান করে সারাটা জীবন তোমার সঙ্গেই🅠 থাকতে চাই প্রিয়।' উর্বশীর বধূবেশের ছবি দেখেই দু'য়ে দু'য়ে চার করেছিলেন অনুরাগীরা। 'ক্রাশ' ঋষভ পন্তের 'ধ্যানভঙ্গ' করতেই যে এত চেষ্টা তা বুঝে নিতে বিশেষ বেগ প💎েতে হয় না।
এ বার আরও এক ধাপ এগলেন প্রাক্তন বিশ্বসুন্দরী? সিঁথিতে সিঁদুর তুলে নেওয়ার পর এ বার নিষ্ঠা করে পালন করছেন করবা চৌথের ব্রত? আর নেটমাধ্যমে ছবি দিয়ে তাই আগাম শুভেচ্ছা জানালেন অনুরাগীদের। করবা চৌথে সাধারণত মহিলারা সেজে ওঠেন সাবেকি পোশাকে। তবে উর্বশী কিন্তু উল্টো পথে হেঁটে তাক লাগালেন। সাদা রঙের হাই🌊 নেক টপ আর ক্রিমসন মিনি স্কার্টে লেন্সবন্দি হয়েছেন উর্বশী। বিবরণীতে লিখেছেন, 'চাঁদের আলো যাতে আপনাদের জীবন আনন্দ, ভালোবাসা আর শান্তিতে ভরিয়ে দেয়। করবা চৌথের আগাম শুভেচ্ছা।'
মূলতঃ অবাঙালি পরিবারে স্বামীর মঙ্গল কামনায় দিনভর উপোস করে স্ত্রীরা পালন করেন করবা চৌথ ব্রত। রাত নামলে চাঁদের মুখ দেখে, স্বামীর হাতে খাবার খেয়ে ভাঙে উপোস।
(আরও পড়ুন: ‘কেন আরপি ভাইয়ার ধ্যানভঙ্গ করছো?' সিঁথিতে সিঁদুর,বধূবেশে সামনে উর্বশী! হইচই শুরু)
ঋষভের জন্য সাত সমুদ্র পার করে অস্ট্রেলিয়া পৌঁছেছেন উর্বশী। টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলও আপাতত সেখানেই রয়েছে! রয়েছেন ঋষভও। বাকিটা দু'য়ে দু'য়ে চার করে নিতে খুব অসুবিধা হয় না।🉐 তবে কি আরও একবার 'ক্রাশ'-এর𝔍 দৃষ্টি আকর্ষণ করতেই 'করবা চৌথ'কে হাতিয়ার করলেন উর্বশী? প্রশ্ন থেকেই যায়।