মনের কথা শুনেছেন তিনি। আর সেই কথা শুনেই সাত সমুদ্র পেরিয়ে অস্ট্রেলিয়া পাꦑড়ি দিয়েছিলেন। সেখান থেকে ছবি পোস্ট করে আরও একবার ট্রোলের মুখে উর্বশ𝕴ী রওতেলা।
দিন কয়েক আগেই প্রাইভেট জেটে করে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন উর্বশী। টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলও আপাতত সেখানেই রয়েছে! র😼য়েছেন ঋষভ পন্তও🤡। বাকিটা দু'য়ে দু'য়ে চার করে নিতে খুব অসুবিধা হয় না।
আপাতত অস্ট্রেলিয়ার পারথে 🌞রয়েছেন উর্বশী। লেন্সবন্দি হয়েছেন সাদা-কালো চেকার্ড ড্রেসে। সেই ছবি বরাদ্দ ছিল অনুরাগীদের জন্য। কিন্তু প্রশংসা꧟ নয়, উর্বশীর ধেয়ে এল কটাক্ষ। জনৈক নেটিজেন লিখেছেন, 'ঋষভের সঙ্গে দেখা হল? এ বার ওঁকে বিশ্বকাপে মন দিতে দিন', অন্য জনের টিপ্পনি, 'আরপি পারথ থেকে ব্রিসবেনে চলে গিয়েছে। আপনার পরবর্তী গন্তব্য সেটাই হওয়া উচিত।' এমনই অসংখ্য তির্যক মন্তব্যে ভরে গিয়েছে উর্বশীর পোস্টের কমেন্ট বক্স।
দিন কয়েক আগেই লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর পরে ছবি দিয়েছিলেন উর্বশী। অনুরাগীদেরও করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছিলেন। বিবরণীতে লিখেছিলেন, 'চাঁদের আলো যাতে আপনাদের জীবন আনন্দ, ভালোবাসা আর শান্তিতে ভরিয়ে দেয়। করবা চৌথের আগাম শুভেচ্ছা।'
(আরও পড়ুন: ঋষভ পন্ত ইস্যুতে নিজেকে ইরানের মাহশা আমিনির সঙ্গে তুলনা করল উর্বশী, চটল ভারতীয়রা)
২০১৮ সাল। উর্বশী-ঋষভের প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। শোনা গিয়েছিল, একে অপরকে মন দিয়ে বসে আছেন দুই জগতের দুই তারকা। উর্বশী বা ঋষভ যদিও কখনও সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। সম্পর্ꦍকে শিলমোহর পড়ার আগেই চা꧒উর হয়ে যায় দু'জনের বিচ্ছেদের আখ্যান।