আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাཧকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির 🤪হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল উর্বশী রাওতেলারও। অভিনেত্রী তাঁর ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিয়ো, সবই শেয়ার করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে।
ম্যাচের পর দিন অর্থাৎ ১৫ অক্টোবর একটি পোস্ট এল অভিনেত্রীর তরফে। দাবি করলেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর হারিয়ে গিয়েছে ২৪ ক্যারেটের সোনার আইফোন। তিনি এ🌸টি খুঁজে পেতেই আবেদন করেছে🎃ন এখানে।
উর্বশী তাঁর পোস্টে লেখেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পায়, দয়া করে সাহায꧅্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযো𝄹গ করুন! #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak @modistadium @ahmedabadpolice এমন কাউকে ট্যাগ করুন যিনি সাহায্য করতে পারেন।’
ইতিমধ্যেই উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদ পুলিশ। তাঁদের তরফে কমেন্টে লেখা হয়েছে, ‘মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারে জানান।’ উর্বশীর পোস্টে আকাঙ্খা রঞ্জন কাপুর ট্যাগ করেছেন আথিয়া শেট্টিকে (কেএল রাহুলের স্ত্রী)। তবে নেটপাড়ার আবܫার মানতেই রাজি নয় হারিয়ে গিয়েছে উর্বশীর ফোন। তাদের দাবি ‘সবটাই 𓆏নাটক’।
একজন লিখলেন, ‘কালকেই তো পোস্ট করতে হত। এতক্ষণ পর মনে পড়ল ফোন হারানোর কথা!’ আরেকজন লিখলেন, ‘ফের পাবলিসꩵিটি স্টান্ট। এই মেয়েটাকে কেউ একটা ভালো পিআর খুঁজে দাও। তাতে যদি অন্তত এসব বোকা বোকা কথা বলা বন্ধ করে।’ তৃতীয়জনের কমেন꧃্ট, ‘ওতে পন্তের কোনও গোপন ছবি ম্যাসেজ নেই তো?’
ঋষভ পন্তের সঙ্গে উর্বশী রাওতেলার সম্পর্ককে ঘিরে গত বছর থেকেই চলছে ♏একাধিক বিতর্ক। যদিও এরপর দুর্ঘটনার কবলে ঋষভ পড়লে, বিতর্কের🐷 মেঘ অনেকটাই কাটে।
উর্বশী রাওতেলা 'সিং সাব দ্য গ্রেﷺট' ছবিতে সানি দেওলের সঙ্গে বলিউডে অভিষেক করেছিলেন। তিনি 'সনম রে', 'গ্রেট গ্র্যান্ড মস্তি', ‘হেট স্টোরি ৪’-এর মতো চলচ্চিত্রের অংশ ছিলেন। এরপর তাকে দেখা যাবে 'স্কন্দ', 'দিল হ্যায় গ্রে' এবং 'ব্ল্যাক রোজ'-এ।
দিনকয়েক আগে শুভমন গিলকে পঞ্জাবি রিয়্যালিটি শো ‘দিল দিয়া গল্লা’র সিজন ২-এ প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট দলের অন্দরে কি কেউ উর্বশীর নাম নিয়ে মস্করা করে ঋষভের সঙ্গে। যাতে জবাব আসে, ‘উর্বশী ও ঋষভের মধ্যে কিছুই নেই। অভিনে🤪ত্রী সোশ্যাল মিডিয়ায় নেহাত দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ সব করছেন।’