সম্প্রতি অ্যাকশন ছবি বানানো নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে। অভিনেতা প্রকাশ করেছিলেন যে, কীভাবে তিনি একবার আদিত্য চোপড়াকে জিজ্ঞাসা করেছিলেন যে, কেন তিনি অ্যাকশন ছবিতে তরুণ প্রতিভাদের কাজ । বরুণ প্রকাশ করেছিলেন যে সেই সময়, আদিত্য বাজেটের সীমাবদ্ধতার কারণে তাকে সেই ঘরানার সিনেমা অফার করতে চাননি।অ্যাকশন রোলে বরুণ ধাওয়ানমঙ্গলবার বিকেলে মুম্বইয়ে তাঁর আসন্ন স্পাই থ্রিলার ওয়েব সিরিজ সিটাডেল: হানি বানির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন বরুণ। সেখানে তিনি যশরাজ ফিল্মসের (যশরাজ ফিল্মস) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর কথোপকথনের কথা তুলে ধরেন। বরুণ বলেন, ‘আমি আদিত্য চোপড়াকে একবার জিজ্ঞেস করেছিলাম, কেন তিনি তরুণ প্রতিভা নিয়ে অ্যাকশন ছবি বানাতে চান না। তিনি আমাকে বলেছিলেন যে, তিনি আমাকে অভিনয়ের সুযোগ দিতে পারবেন, অ্যাকশনের না। এরপরও আমি ওঁকে এই নিয়ে অনুরোধ করলে জবাব এসেছিল, 'দেখো আমি এটা করতে পারব না কারণ আমি তোমাকে এই মুহূর্তে সেই বাজেট দিতে পারব না। কারণ, তুমি এখনও সেই জায়গায় পৌঁছতে পারোনি, যেখানে আমি তোমার পিছনে এত টাকা ঢালব।' আমি তারপর এটা নিয়ে অনেক ভেবে, জিজ্ঞাসা করেছিলাম, বেশি বাজেট বলতে তিনি কী বলছেন। এরপর তিনি আমাকে একটি ফিগার দেন যার থেকে স্পষ্ট আমাকে বড় কিছুই করতে হবে।’তিনি আরও বলেন, ‘যখন এটি (সিটাডেল: হানি বানি) এসেছিল, তখন আমি, রাজ এবং ডিকে, পাশাপাশি অ্যামাজনকে জিজ্ঞাসা করেছিলাম বাজেট কী। কারণ আমার জ্ঞান আদিত্য চোপড়ার কাছ থেকে এসেছিল যে কোনও কিছুকে অ্যাকশনে ভালো দেখাতে কতটা প্রয়োজন। আমাদের এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ যে কোনো অভিনেতার জীবনেই অ্যাকশন দৃশ্যে কাজ করা স্বপ্ন পূরণ ও তাঁর কেরিয়ারের এক মাইলস্টোন।’ সিটাডেল: হানি বানি সম্পর্কেবরুণ এবং সামান্থা রুঠ প্রভু যথাক্রমে সিটাডেল: হানি বানি চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া-রিচার্ড ম্যাডেন অভিনীত 'সিটাডেল'-এর স্পিন-অফ প্রিক্যুয়েল এই অ্যাকশন সিরিজ। 'সিটাডেল: হানি বানি'-তে ৮ বছরের কাসভির ভূমিকায় দেখা গিয়েছে নাদিয়া সিংকে। অ্যাকশন-থ্রিলার সিরিজটিতে আরও অভিনয় করেছেন কে কে মেনন, সিমরন বাগ্গা, সিকান্দার খের, সাকিব সলিম প্রমুখ। সিটাডেল: হানি বানি ২০২৪ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।