ফের অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, টানা ১২দিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। গত ৬ অক্টোবর হঠাৎ অসুস্থ বোধ করেন, প্রচণ্ড হাঁটুর ব্যথা নিয়ে হাসপা🎉তালে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি সহ্য করতে পারছিলেন না। সেকারণেই চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালেই বিভিন্ন পরীক্ষায় ❀মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে তাঁর। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। ১৮ অক্টোবর অর্থাৎ আজই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা লিলি চক্রবর্তীর।
নিজের অসুস্থতা নিয়ে লিলি চক্রবর্তী জানান, ‘আমি অন𓆏েকটাই ভালো আছি। পায়ের ব্যথাও অনেকটাই কমেছে। ডাক্তররা আজ ছুটি দেবেন বলেছেন। তবে কবে শ্যুটিংয়ে ফিরতে পারব তা এখনও জানি না, ডাক্তাররা এখনও কিছু বলেননি।’ তাঁর কথায়, ‘আমি ঠিক আছি, আর হাঁটতে তে♊মন কষ্ট হচ্ছে না, হাঁপাচ্ছিও না।’
আরও𝓰 পড়ুন-একা নয় দোকা! পুজো কার্নিভালে হুইলচেয়ারে কাকে ঠেলে নিয়ে🎶 হাঁটলেন? পরিচয় দিলেন কুণাল ঘোষ
আরও পড়ুন-বিয়ের পর আম্বানিদের ছোট বউমা র♐াধিকা মা🌃র্চেন্টের প্রথম জন্মদিন, কীভাবে হল সেলিব্রেশন?
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করছেন লিলি চক্রবর্তী। ঠাম্মি ‘হেমনলিনী’ দেবীর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকেಌ। সেই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যদিও বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, শ্যুটিংয়ের চাপে অসুস্থ হয়েছি, এমনটাও নয়। পায়ের ব্যথাটা হঠাৎই বেড়েছিল, হাঁটতেও কষ্ট হচ্ছিল। তবে এখন অনেকটা সুস্থ বলেই এবার ডাক্তাররা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লিলি চক্রবর্তী। তবে হাসপাতাল থেকে ফিরেই যে শ্য়ুটিংয়ে যোগ দౠিতে পারবেন এমনটাও নয়। আপাতত তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা ছাড়পত্র দিলে তবেই শ্যুটিংয়ে ফিরবেন বলে জানাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী।
প্রসঙ্গত, এর আগে গত মার্চেও অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেসময় হাই ব্লাড সুগার এবং COPD-র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সেসময়ও বেশকিছুদিন শ্যুটিং থেকে দূরেই♊ ছিলেন অভিনেত্রী।