টানা সাত বছর ধরে টলিউডে কাজ করে চলেছেন সায়ক চক্রবর্তী। দ꧋ীর্ঘ বছর ধরে একের পর এক ধারাবাহিকে নানারকম গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক🌞দের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। তাঁর এই সাত বছরের জার্নি নিয়ে একটি তিন মিনিটের ভিডিও ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন সায়ক।
২০১৪ থেকে কেরিয়ার শুরু করেছেন সায়ক।সাত বছর বেশ লম্বা একটা সময়। এই সময়ের মধ্যে ১৯টি ধারাবাহিকের অভিনয় করে ফেলেছেন 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের 🍸'মহেন্দ্র'। এই তালিকার মধ্যে আবার রয়েছে কিছু সুপারহিট মেগা ধারাবাহিকও। এর মধ্যে কয়েকটিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ার পাশাপাশি প্রশংসিতও হয়েছে। ‘সাধক বামাক্ষ্যাপা’, ‘হয়তো তোমারই জন্য’,'মহাপীঠ তারাপীঠ', ‘আজ আড়ি কাল ভাব’, 'গোয়েন্দা গিন্নী', 'মা দুর্গা'-র মতো বিভিন্ন চ্যানেলে যে যে ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন তার প্রত্যেকটির নাম উল্লেখ করে সেই ভিডিওর সঙ্গে জুড়েছেন এই অভিনেতা। সঙ্গে জুড়েছেন,' সাত বছরের পিছনে আরও ছয় বছর আছে। যেখানে ছিল শুধুই স্ট্রাগল, আর কাজ করার প্রবল ইচ্ছে।'
তবে দীর্ঘবছর কাজ করে সায়কের বেশ কিছু সময় ধরেই মনে হচ্ছিল তিনি যেন টাইপকাস্ট হয়ে 🍬যাচ্ছেন। এত বছরে বেশিরভাগ ভক্তিমূলক কিংবা ঐতিহাসিক চরিত্রেই অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছিলেন তিনি। তাই রাতারাতি নিজের লুক বদলে ফেলেছিলেন। সচেতনভাবেই এই লুক চেঞ্জের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যাতে অন্য ধরনের চরিত্রের জন্যও যে তিনি 'মিসফিট' নন তা বুঝতে পারেন পরিচালক ও প্෴রযোজকরা। যেমন ভাবা তেমন কাজ। আর তাই ফল পেতেও মোটেই দেরি হয়নি এই অভিনেতার। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে এখন উত্তর পর্ব দেখানো হচ্ছে।'সাঁঝের বাতি নতুন পৃথিবী'। ওই ধারাবাহিকে 'গ্যারি'-র চরিত্রে রয়েছেন তিনি। গত ১৬ জুলাই থেকেই পর্দায় অভিনেতার এই নতুন অবতার দেখতে পাচ্ছেন দর্শক।