'থ্রি- ইডিয়টস'-এর সিক্যুয়েল আসছে। এখবর বহুদিন ধরেই শোনা যা﷽চ্ছে। তবে এটা সত্যিই কবে ꧋আসছে, কে বানাচ্ছেন, কোনও কিছুই স্পষ্ট ছিল না। অবশেষে এবিষয়ে মুখ খুললেন পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়া। যিনি কিনা মূল 'থ্রি- ইডিয়টস'-এর প্রযোজক ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এই ছবির পরিচালনা করব’। প্রসঙ্গত, এর আগে 'থ্রি- ইডিয়টস'-এর পরিচাꦑলনা করেছিলেন রাজকুমার হিরানি। আর ছবির প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। পাশাপাশি, রাজকুমার হিরানি, অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছিলেন বিধু বিনোদ। যদিও ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল ব্লকবাস্টার। ৫৫ কোটির এই ছবিটি আয় করেছি ৪৬০কোটি। তবে এবার ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল হলে পরিচালনা, প্রযোজনা দুটোই করতে চান বিধু বিনোদ চোপড়া। তবে এই ছবির কাজ কবে শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকছেন কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন-বড় খবর! বಞলিউডে প্রসেনজিৎ-এর পরিচালনায় 'নটী বিনোদিনী' হচ্ছেন ‘কুইন’ ♍কঙ্গনা
আরও পড়ুন-▨রাহুলের সঙ্গে ফের পুরনো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘��আমারও কিছু ভুল ছিল’