বিধু বিনোদ চোপড়ার ছবির নাম যতই টুয়েলভথ ফেল হোক না কেন বক্স অফিসে কিন্তু দুর্দান্ত 🔯রেজাল্টের সঙ্গে পাশ করে গিয়েছে এই ছবিটি।🍎 মন জিতেছে দর্শকদেরও। বিক্রান্ত মাসে অভিনীত এই ছবিটি তাই সর্বকালের সব থেকে বেশি রেটিং পাওয়া ভারতীয় ছবির তকমা পেল আইএমডিবিতে।
IMDb রেটিংয়ে সর্বকালের সেরা ভারতীয় ছবি ১২ ফেল!
আইএমডিবিতে সেরা ২৫০টা ভারতীয় ছবির মধ্যে টুয়েলভথ ফেল সবার উপরে আছে। এই ছবিটি ১০ এর মধ্যে ৯.২ রেটিং পেয়েছে। এছাড়া টপ ফাইভে যে বা♐কি চারটি ছবি আছে সেগুলো হল ১৯৯৩ সালের অ্যানিমেটেড ছবি রামায়ন: দ্য লಞেজেন্ড অব প্রিন্স রাম, মণি রত্নমের নায়কা, হৃষিকেশ মুখোপাধ্যায়ের গোলমাল এবং আর মাধবনের রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট।
আরও পড়ুন: ‘শোলের লেখক জাভেদ আখতারকে ভুয়ো বলছ!’ অ্যানিম্যাল পꦺরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর ক্ষুব্ধ নেটপাড়া
আরও পড়ুন: বিতর্কের মাঝে হুড়মুড়✅িয়ে কমানো হল টিকিট♐ের দাম, মাত্র ১০০ টাকাতেই এখন দেখুন অ্যানিম্যাল!
৯.২ রেটিং পেয়ে টুয়েলভথ ফেল একাধিক সুপারহিট ছবিকেও ছাপিয়ে গিয়েছে রেটিংয়ের নিরিখে। এর মধ্যে একাধিক হলিউড ব্লকবাস্টার ছবিও আছে যা ২০২৩ সালে মুক্তি পেয়েছে, যেমন স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স (৮.৬ রেটিং পেয়েছে), ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার (৮.৪ রেটিং পেয়েছে൩), গার্জিযﷺ়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩ (৭.৯ রেটিং পেয়েছে), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (৭.৮ রেটিং পেয়েছে), বার্বি (৬.৯ রেটিং পেয়েছে), ইত্যাদি।
টুয়েলভথ ফেল প্রসঙ্গে
টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এব🥃ং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বি🐟পরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।
টুয়েলভথ ফেল ছবিটির বক্স অফিস কালেকশন
বিশ্বজুড়ে এই ছবিটি ৬৭ কোটি টাকা আয় করেছে। ২০২৩ সালের অন্যতম হিট ছবি এটি। তবে বক্স অফিসে তেমন সাড়া না পেলেও ছবিটি যেই ওটিটি মাধ্যমে এসেছে ওমনি হইচই ফেলে দিয়েছ🍸ে। এখন চারদিকে মনোজ এবং শ্রদ্ধাকে নিয়েই চর্চা। ছবিটির নানা বিষয় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়।